• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    নিস্ফলা ড্রয়ে প্রাপ্তি নাঈমের ৭ উইকেট

    নিস্ফলা ড্রয়ে প্রাপ্তি নাঈমের ৭ উইকেট    

    বাংলাদেশ এইচপি ৩৬০ অলআউট ও ১০২/৪

    শ্রীলংকা এইচপি ২৪৪ অলআউট 

    ফলঃ ম্যাচ ড্র

    ম্যাচসেরাঃ নাজমুল হোসেন শান্ত


    ড্রটাই ছিল এই ম্যাচে সম্ভাব্য ফল। বিসিবি একাদশের জয়ের জন্য যেটুকু সম্ভাবনা ছিল, সেটাও সেভাবে কাজে লাগানোর চেষ্টা করেনি। ম্যাচ জয়ের চেয়ে নিজেদের ব্যাটিং প্র্যাকটিসেই মন দিয়েছে বেশি। খুলনায় শ্রীলংকা এইচপি ও বিসিবি এইচ[ইর চারদিনের ম্যাচটা তাই শেষ দিন পুরো হওয়ার আগেই ড্র হিসেবে মেনে নিয়েছে দুই দল।

    দুই দলই ব্যাট করেছে বেশ স্লথগতিতে, তার ওপর সঙ্গে ছিল বৃষ্টির বাধা। প্রথম তিন দিন শেষে দুই দলের এক ইনিংস করেই শেষ হয়নি তাই। কাল ৬ উইকেটে ১৯০ রান নিয়ে দিন শেষ করেছিল শ্রীলংকা। আজ সকালেই অবশ্য বাকি লেজটা ছেঁটে দিয়েছেন নাঈম হাসান। চামিকা করুনারত্নেকে ফিরিয়ে দিয়ে দিনের প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন নাঈম। দুই ওভার পর কালানা পেরেরাকে ক্যাচ বানিয়েছেন অংকনের, ২০৬ রানে ৮ উইকেট হারিয়েছে সফরকারীরা।

    এরপরও অবশ্য আরও কিছুক্ষণ লড়াই চালিয়ে গেছে শ্রীলংকা। নবম উইকেটে আশান বান্দারা ও নিশান পেইরিস যোগ করেছেন আরও ৩৪ রান। পেইরিসকে আউট করে ইনিংসে নিজের সপ্তম উইকেট পেয়েছেন নাঈম। বান্দারা অবশ্য সেঞ্চুরির দিকে এগিয়ে যাছিলেন একটু একটু করে। আগের দিনের ৫৭ রানের সঙ্গে আজ আরও ২৮ যোগ করে ফেলেছিলেন। শেষ পর্যন্ত ৮৫ রান করে ফিরেছেন শফিকুল ইসলামের বলে, ২৪৪ রানে অলআউট হয়েছে লংকানরা।

    বিসিবি এইচপি এরপর দ্রুত কিছু রান তুলে লংকানদের খানিকটা চাপে ফেলতে পারত। তবে নিরাপদ পথে হেঁটে শেষ পর্যন্ত খানিক ব্যাটিং-ই করে নিয়েছে। দুই ওপেনার নাঈম শেখ ও সাইফ হাসান ২১ রান তুলতে খেলেছেন ১৬ ওভার, এরপর ৮ রান করে আউট নাঈম। নাজমুল হোসেন শান্ত অবশ্য ইতিবাচক ছিলেন, দুই চার ও দুই ছয়ে ৩৮ বলে তুলে ফেলেছিলেন ২৫ রান। ইয়াসির আলীও টেকেননি বেশিক্ষণ, প্রথম ইনিংসের ব্যর্থতার পর আজ আউট হয়েছেন ৩ রানে। ওদিকে আফিফও ১ রানে আউট হলে ৬৩ রানে ৪ উইকেট হারায় বিসিবি। তবে সাইফ হাসান ও জাকির হাসান এরপর আর কোনো উইকেট না হারিয়ে পার করেছেন ১০০। এরপরেই দুই দল ডড় মেনে নিয়েছে। ৪০ রানে অপরাজিত ছিলেন সাইফ, জাকির ছিলেন ২৫ রানে।