ছোটদের এশিয়া কাপে সুযোগ পেলেন না রিশাদ
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের নাম ঘোষণা করা হয়েছে। আকবর আলীকে অধিনায়ক ও তৌহিদ হৃদয়কে সহ অধিনায়ক করে রাখা ১৫ জনের স্কোয়াডে আছেন তিন জন নতুন মুখ। সুযোগ পাননি সাড়া ফেলে দেওয়া লেগ স্পিনার রিশাদ হোসেন।
সর্বশেষ ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ যে দলটা খেলে এসেছিল, সেখান থেকে আছে তিনটি পরিবর্তন। অভিষেক দাস, রিশাদ হোসেন বা প্রান্তিক নওরোজ নাবিলদের কেউই অবশ্য পুরোপুরি বাদ পড়েননি, সবাইকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। আর নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অনীক সরকার, মিনহাজুর রহমান ও আশরাফুল ইসলাম সিয়াম।
রিশাদ অবশ্য সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে মাত্র দুইটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। একটি মাত্র উইকেট পেয়েছিলেন। তার আগে প্রিমিয়ার লিগেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
৫ সেপ্টেম্বর থেকে শ্রীলংকায় শুরু হবে এবারের যুবাদের এশিয়া কাপ। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ৬,৮ ও ১০ সেপ্টেম্বর বাংলাদেশের তিনটি ম্যাচ যথাক্রমে আমিরাত, নেপাল ও শ্রীলংকার বিপক্ষে।
১৫ জনের দল
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, অনীক সরকার, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), শামীম হোসেন, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শাহীন আলম, মিনহাজুর রহমান ও আশরাফুল ইসলাম সিয়াম।