• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    পাকিস্তানের নতুন কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ

    পাকিস্তানের নতুন কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ    

    গত আগস্টে কোচের পদ থেকে মিকি আর্থারকে বরখাস্ত করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে ছিলেন তারা। এই দৌড়ে সবচেয়ে বেশিবার শোনা যাচ্ছিল সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হকের নামটাই। শেষ পর্যন্ত তার কাঁধেই উঠছে সরফরাজ আহমেদদের কোচিংয়ের দায়িত্ব। শুধু কোচ নয়, দলের প্রধান নির্বাচকের দায়িত্বও পাচ্ছেন মিসবাহ। আর বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পাকিস্তান পেসার ওয়াকার ইউনুস। 

     

     

    বিশ্বকাপের পর আর্থারের পারফরম্যান্স নিয়ে বৈঠকে বসেছিল পিসিবির একটি কমিটি। সেই কমিটির সদস্য ছিলেন মিসবাহও। এই কমিটির সিদ্ধান্তেই আর্থারের সাথে চুক্তি নবায়ন না করে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর্থারের বিদায়ের পর পাকিস্তান জাতীয় দলের কোচ হচ্ছেন মিসবাহ, এমন গুঞ্জন উঠেছিল শুরু থেকেই। তবে পিএসএলের ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হওয়ার দৌড়েও শোনা যাচ্ছিল তার নাম। পিসিবির নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে জাতীয় দলের কোচের পদের জন্য আবেদন করেন মিসবাহ। মহসিন খান ও ডিন জোনসের সাথে তারও সাক্ষাতকার নেয় বোর্ড।

    সাক্ষাতকারের পর পিসিবির পাঁচ সদস্যের প্যানেলের সবাই একবাক্যে মিসবাহকেই কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারে রাজি হয়েছেন। তাদের এই সিদ্ধান্তে একমত ছিলেন পিসিবি চেয়ারম্যান এহসান মানিও। কোচের পাশাপাশি মিসবাহ পালন করবেন প্রধান নির্বাচকের দায়িত্ব। তার সাথে বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াকার ইউনুস। দুইজনের সাথেই তিন বছরের চুক্তি করেছে পিসিবি। 

    জাতীয় দলের দায়িত্ব নিতে পেরে উচ্ছ্বসিত মিসবাহ, ‘অতীতে যারা পাকিস্তানের কোচ ছিলেন ,তাদের তালিকায় যুক্ত হতে পেরে আমি গর্বিত। এটা আমার জন্য দারুণ সম্মানের ব্যাপার। অনেক বড় দায়িত্বও বটে। আমি জানি প্রত্যাশা অনেক বেশি থাকবে। আমি সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। নাহলে এই পদের জন্য আবেদন করতাম না। আমাদের দারুণ কিছু প্রতিভাবান ক্রিকেটার আছে। আমি তাদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো। তাদের আরও বুদ্ধিমত্তার সাথে খেলতে হবে, সাহসীও হতে হবে। এজন্য ড্রেসিংরুমে কিছুটা পরিবর্তন আনতে হবে।’ 

    ওয়াকারের সাথে মিলে দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান মিসবাহ, ‘আমাদের এটা মাথায় রাখতে হবে যে এখন পারফরম্যান্সই সবকিছু। আমি ক্রিকেট খেলার সময়ও এটায় বিশ্বাস করতাম, কোচ হিসেবেও এটার পরিবর্তন হবে না। ওয়াকারকে বোলিং কোচ পেয়ে দারুণ খুশি আমি। তার চেয়ে এই পদের জন্য যোগ্য আর কেউ নেই। আমরা দুজন দলের অনেক ব্যাপার নিয়ে আলোচনা করেছি। আশা করি এই যাত্রায় সবাইকে পাশে পাবো।’ 

    ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে এই মাসের শেষভাগে শুরু হওয়া সিরিজ দিয়েই কোচ হিসেবে যাত্রা শুরু হবে মিসবাহর।