• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    বৃষ্টির সঙ্গে ব্যাটিং বিপর্যয়ের হানা বাংলাদেশ এইচপির ওপর

    বৃষ্টির সঙ্গে ব্যাটিং বিপর্যয়ের হানা বাংলাদেশ এইচপির ওপর    

    ২য় দিনশেষে, বাংলাদেশ এইচপি ৫৭/৩, ২৩ ওভার (শান্ত ২৬*, আফিফ ১৬*, ড্যানিয়েল ২/১০) 


    পুরো স্কোরকার্ড দেখুন


    কক্সবাজারে দ্বিতীয় দিনও বৃষ্টির কবলে পড়েছে এইচপি দলের দ্বিতীয় আন-অফিশিয়াল টেস্ট। প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর এদিন খেলা হয়েছে ২৩ ওভার। তাতে অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ এইচপি। 

    টসে জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার সাইফ হাসানকে হারিয়েছে বাংলাদেশ এইচপি, মোহাম্মদ সিরাজের বলে তিনি ক্যাচ দিয়েছেন নিশান পেইরিসের হাতে। নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লবের জুটি টিকেছে ৯.২ ওভার। 

     

     

    ১২তম ওভার জিহান ড্যানিয়েল করেছেন জোড়া আঘাত। প্রথমে ৩১ বলে ৯ রান করে বোল্ড হয়ে ফিরেছেন আমিনুল। তিন বল পর মিনোদ ভানুকার হাতে ক্যাচ দিয়েছেন ইয়াসির আলি রাব্বি, করতে পারেননি কোনও রান। 

     

    ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ এইচপিকে উদ্ধারের চেষ্টা চালিয়েছেন এরপর শান্তর সঙ্গে আফিফ হোসেন। দিনশেষে শান্ত অপরাজিত আছেন ৬৫ বলে ২৬ রানে, মেরেছেন ৫টি চার। সঙ্গী আফিফের রান ১৬, ২৯ বল খেলে তিনি মেরেছেন ২টি চার। 

    সিরিজের প্রথম আন-অফিশিয়াল টেস্টটি হয়েছে ড্র। আর ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা এইচপি।