রঞ্জি দলের কোচ হলেন সাকিবদের সাবেক স্পিন বোলিং কোচ যোশী
ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ছিলেন তিনি। বিশ্বকাপের পর চুক্তি শেষ হয় সাবেক ভারতীয় স্পিনার সুনীল যোশীর। এবার ভারতের উত্তর প্রদেশের রঞ্জি দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো যোশীকে। এক বছরের জন্য তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন যোশী।
বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর ভারতের বোলিং কোচ হওয়ার দৌড়ে ছিলেন যোশী। তবে শেষ পর্যন্ত তাকে নেওয়া হয়নি। কথা চলছিল উত্তর প্রদেশের রঞ্জি দলের সাথেও। তবে সেখানে বোলিং কোচ নয়, হেড কোচের পদের জন্যই আবেদন করেছিলেন তিনি।
উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসসিয়েশনের সভাপতি জুদভীর সিং এক বিবৃতিতে যোশীর কোচ হিসেবে নিয়োগ পাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন, ‘আমরা এক বছরের জন্য যোশীকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। এই মৌসুমের বিজয় হাজরা ট্রফির আগেই তিনি দলের সাথে যোগ দেবেন।’
২০ সেপ্টেম্বর উত্তর প্রদেশের দলের সাথে যোগ দেওয়ার কথা আছে যোশীর। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিজয় হাজরা ট্রফি।