নাইটহুড উপাধি পেলেন স্ট্রাউস-বয়কট
বিশ্বকাপ ফাইনাল ও হেডিংলি টেস্টে অবিশ্বাস্য দুই ইনিংসের পর বেন স্টোকসকে নাইটহুড দেওয়ার জোরালো দাবি উঠেছিল। স্টোকস অবশ্য এবার নাইটহুড পাচ্ছেন না। সাবেক ইংলিশ অধিনায়ক জফরি বয়কট ও অ্যান্ড্রু স্ট্রাউসকেই দেওয়া হয়েছে এই উপাধি।
দুই বছর আগে নাইটহুড উপাধি নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন বয়কট। ২০১৭ সালে নাইটহুড না পেয়ে তিনি বলেছিলেন, ‘কালো’ হলে হয়তো স্যার উপাধিটা এতদিনে পেয়ে যেতেন! এই মন্তব্যের জন্য পরে অবশ্য নিজেই ক্ষমা চেয়েছিলেন বয়কট।
ইংলিশ ক্রিকেটে অসামান্য ভূমিকা রাখার জন্য বয়কট ও স্ট্রাউসকে এবার নাইটহুডের জন্য মনোনীত করা হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছেন, ‘স্যার স্ট্রাউস ও স্যার বয়কটের এমন উপাধি পাওয়ায় আমরা দারুণ খুশি। মাঠ ও মাঠের বাইরে দুইজনই ইংলিশ ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন।’
এই বছরের শুরুতে ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের থেকে নাইটহুড উপাধি নিয়েছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক।