• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    এবার আফগানদের না হারিয়েই ফাইনালে চলে গেল বাংলাদেশের যুবারা

    এবার আফগানদের না হারিয়েই ফাইনালে চলে গেল বাংলাদেশের যুবারা    

    দুই দিন আগে ছেলেদের ক্রিকেট দল হেরেছিল চট্টগ্রাম টেস্টে। একদিন পর বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ফুটবল দল আবার হারল আফগানিস্তানের কাছে। আজ সেই আফগানিস্তানের বিপক্ষেই অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে বৃষ্টি বাধায় ম্যাচটা হয়ে গেল পরিত্যক্ত। শেষ পর্যন্ত গ্রুপ পর্বের ফলের সুবাদে ফাইনালে চলে গেল বাংলাদেশ।  এই প্রথবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলাদেশ। এর আগে আটবার অংশ নিয়ে সেমির বেশি যাওয়া হয়নি কখনো।

     

     

    মোরাতোয়ায় বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকালে। কিন্তু সকাল থেকেই বৃষ্টি, মাঝে থামলেও কমেনি খুব একটা।। আড়াইটার দিকেও বৃষ্টি বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ। রিজার্ভ ডে না থাকায় দুই দলের গ্রুপ পর্বের ফল দেখা হয়েছে। সেখানে শ্রীলংকা, নেপাল ও আমিরাতকে হারিয়ে তিন ম্যাচ জেতায় ছয় পয়েন্ট ছিল বাংলাদেশের যুবাদের। অন্যদিকে পাকিস্তান ও কুয়েতকে হারালেও আফগানরা হেরে যায় ভারতের কাছে। গ্রুপ পর্বে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ চলে গেছে ফাইনালে, সেখানে তাদের প্রতিপক্ষ ভারত। পি সারায় শ্রীলংকা ও ভারতের ম্যাচটাও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। সেখানেও গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ফাইনালে চলে গেছে ভারত।

    ১৪ সেপ্টেম্বর ফাইনাল হবে প্রেমাদাসা স্টেডিয়ামে।