• এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ২০১৯
  • " />

     

    থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু বাংলাদেশের মেয়েদের

    থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু বাংলাদেশের মেয়েদের    

    এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব পেরিয়ে টানা দ্বিতীয় আর সবমিলিয়ে তৃতীয়বারের মতো মতো মূল পর্বে খেলছে বাংলাদেশের মেয়েরা। আজ থাইল্যান্ডে শুরু হতে যাওয়া মূল টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানি ছোটন ও অধিনায়ক মারিয়া মান্ডা জানিয়েছেন, থাইল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করেই টুর্নামেন্ট শুরু করতে চান তারা। 

    বাছাইপর্বের প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, এফ গ্রুপের চার ম্যাচের সবকয়টিতেই জয় পায় তারা। দ্বিতীয় রাউন্ডে গ্রুপ বিতে তিন ম্যাচে দুই জয় নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েই মূল পর্ব নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। মূল টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ আছে এ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও জাপানের মতো শক্তিশালী দল।

    থাইল্যান্ডে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে চনবুরি অনুর্ধ্ব-১৭ একাডেমি দলের বিপক্ষে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দল জিতেছে ১-০ গোলের ব্যবধানে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুগথং অনুর্ধ্ব-১৭ এর বিপক্ষে ৩-১ গোলের জয় পায় বাংলাদেশের মেয়েরা। শেষ প্রস্তুতি ম্যাচে ক্যাসেটসার্ট ইউনিভার্সিটি দলের সাথে ড্র করেছে বাংলাদেশ।

    কোচ ছোটন অতীতের পারফরম্যান্স থেকেই প্রেরণা খুঁজছেন, ‘সবাই জানে এই টুর্নামেন্টটা কত কঠিন। অংশগ্রহণকারী সব দলই শক্তিশালী। আমরা টানা দ্বিতীয়বারের মতো মূল পর্বে খেলছি। আড়াই বছর ধরে আমরা অনুশীলনের মাঝেই আছি। বাছাইপর্বের প্রথম ও দ্বিতীয় পর্বে আমাদের মেয়েরা খুব ভালো খেলেছে। ৫ সেপ্টেম্বর থাইল্যান্ডে এসেছি, এরই মাঝে থাইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের অনূর্ধ্ব-১৭ নারী দলসহ তিনটি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছি, ভালো ফলাফলও এসেছে। কন্ডিশনের সাথে মানিয়ে নিচ্ছে সবাই।’ 

    থাইল্যান্ডের বিপক্ষে ভালো ফলাফল নিয়েই মাঠ ছাড়ার ব্যাপারে আশাবাদী ছোটন, ‘থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে আমাদের মেয়েরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। আশা করি আমরা ভালো ফলাফল আনতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ 

    বাংলাদেশ অধিনায়ক মারিয়াও প্রথম ম্যাচে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী, ‘থাইল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলার জন্য আমরা প্রস্তুত। এই টুর্নামেন্টের জন্য আমাদের প্রস্তুতি ভালো, প্রস্তুতি ম্যাচেও আমরা ভালো ফলাফল করেছি। থাইল্যান্ডের বিপক্ষে সেরাটা দিয়েই ভালো কিছু করতে চাই।’

    থাইল্যান্ড কোচ নারুফোন হেনসন বাংলাদেশ দলকে সমীহ করে খেলার কথাই জানালেন, ‘প্রথম ম্যাচটা দারুণ হবে। বাংলাদেশ দল গত কয়েক বছরে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। এখন তারা ভালো একটা দল। আমাদের মেয়েরাও এই টুর্নামেন্টের জন্য প্রস্তুত। থাইল্যান্ডের অন্য সিনিয়র দলের সাথে খেলে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি।’

    আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় চনবুরি মিউনিসিপলিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে থাইল্যান্ড-বাংলাদেশ। ১৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আইপিই স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা, ম্যাচ শুরু হবে দুপুর ৩টায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২১ তারিখ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সেই ম্যাচটিও হবে আইপিই স্টেডিয়ামে, দুপুর ৩টায়। দুই গ্রুপ থেকে সেরা চার দল যাবে সেমিফাইনালে।