অনূর্ধ্ব ২৩ দলের অধিনায়ক সাইফ, আছেন মাহেদী-ইয়াসিরও
জাতীয় দল খেলছে ত্রিদেশীয় সিরিজে। এ দল যাবে শ্রীলংকা সফরে। আর বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল যাচ্ছে ভারত সফরে। ১৯ সেপ্টেম্বর থেকে সেখানে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই দলের জন্য সাইফ হাসানকে অধিনায়ক করে ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিবি।
দলে আছেন বেশ কিছুদিন ধরে ধারাবাহিক ব্যাটিং করে নজরে আসা ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী। ত্রিদেশীয় সিরিজের দল থেকে মাত্র বাদ পড়া মাহেদী হাসানকেও রাখা হয়েছে। তরুণ পেসার শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হকরাও আছেন।
১৯ সেপটেম্বর থেকে শুরু সিরিজের ম্যাচগুলো হবে ২১, ২৫, ২৩ ও ২৭ তারিখে। সবকটি ম্যাচই হবে লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে।
স্কোয়াড
সাইফ হাসান (অধিনায়ক), ফারদীন হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, আল আমিন, জাকির হাসান, জাকের আলী, আরিফুল হক, তানভীর ইসলাম, মাহেদী হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক, সাব্বির হোসেন।