এক ম্যাচ নিষেধাজ্ঞা কমল নেইমারের
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর রেফারিকে নিয়ে কটুক্তি করেছিলেন ইন্সটাগ্রামে। সেটার জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হতে হয়েছিল নেইমারকে। তবে কোর্ট অব আরবিট্রেশনের রায়ে এক ম্যাচ নিষেধাজ্ঞা কমেছে নেইমারের। ২২ অক্টোবর ক্লাব ব্রুশের সঙ্গে ম্যাচেই তাই মাঠে নামতে পারবেন নেইমার।
গত মৌসুমে নিজেদের মাঠে নাটকীয়ভাবে ম্যান ইউনাইটেডের কাছে হেরে গিয়েছিল পিএসজি। সেই ম্যাচের রেফারিং নিয়ে কড়া ভষায় সমালোচনা করেছিলেন নেইমার, ইউয়েফার পক্ষ থেকে পরে পেতে হয় তিন ম্যাচের নিষেধাজ্ঞা। সিদ্ধান্তটির বিপক্ষে পরে আবেদন করে পিএসজি, শেষ পর্যন্ত আজ নিষেধাজ্ঞা কমেছে এক ম্যাচ। তার মানে কাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে কাল ও ১ অক্টোবর গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচ দুইটি মিস করবেন নেইমার।
প্রিয় প্যাভিলিয়ন পাঠক,
কোভিড-১৯ মহামারি বিশ্বের আরও অনেক কিছুর মতো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্রীড়াঙ্গনকে। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন এক সংকটের মুখোমুখি হয়েছি আমরাও। প্যাভিলিয়নের নিয়মিত পাঠক এবং শুভানুধ্যায়ী হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে এসে দাঁড়ানোর। আপনার ছোট বা বড় যেকোনো রকম আর্থিক অনুদান আমাদের এই কঠিন সময়ে মূল্যবান অবদান রাখবে।
ধন্যবাদান্তে,
প্যাভিলিয়ন
- 0 মন্তব্য