• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    মেসির সাথে তুলনা চান না ভ্যান ডাইক

    মেসির সাথে তুলনা চান না ভ্যান ডাইক    

    লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ভার্জিল ভ্যান ডাইক জিতেছিলেন ব্যালন ডি অর। ফিফার বর্ষসেরাতে অবশ্য ভ্যান ডাইককে হারিয়ে পুরস্কার জিতে নিয়েছেন মেসি। বর্ষসেরা না হয়েও অবশ্য আফসোস নেই লিভারপুল ডিফেন্ডারের। ভ্যান ডাইক বলছেন, মেসি ও তার তুলনা করা উচিত না। তিনি যে অবস্থায় আছে সেটা নিয়েই গর্বিত। 

    মিলানে ফিফার গালাতে মেসির কাছে বর্ষসেরার পুরস্কার খোয়ানোর পর ভ্যান ডাইক সাংবাদিকদের জানিয়েছেন, মেসির সাথে কোনো তুলনা হোক এটা তিনি চান না, ‘যারা ভোট দিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছেন সেটাকে সম্মান জানাতে হবে। ফুটবলার হিসেবে মেসি ও আমার মাঝে কোনও তুলনা চলে না। আমরা দুইজনই ভিন্ন ধরনের ফুটবলার। আমি যেখানে আছি সেখানেই গর্বিত।’

     

     

    বর্ষসেরার পুরস্কার না জিততে পেরে কি হতাশ ভ্যান ডাইক? ডাচ ডিফেন্ডার অবশ্য এমনটা মানতে নারাজ, ‘হতাশ? আপনি এমন অবস্থায় কখনোই হতাশ হতে পারেন না। এখানে আসতে পেরে আমি দারুণ খুশি। গত বছরের কঠোর পরিশ্রমের পর আমি বর্ষসেরা একাদশে আছি। পুরস্কার না জেতাটা অপ্রত্যাশিত, কিন্তু আমি এতে হতাশ নই।’