• ইংলিশ লিগ কাপ
  • " />

     

    কোলচেস্টারের কাছে হেরে লিগ কাপ থেকে টটেনহামের বিদায়

    কোলচেস্টারের কাছে হেরে লিগ কাপ থেকে টটেনহামের বিদায়    

    প্রতিপক্ষ চতুর্থ বিভাগের দল কোলচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে টটেনহাম অনায়াসেই জিতবে; এমনটাই তো হওয়ার কথা! কিন্তু প্রিমিয়ার লিগের দলটিকে হতবাক করে ইংলিশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে দারুণ এক জয় পেয়েছেন কোলচেস্টার। টাইব্রেকারে মাউরিসিও পচেত্তিনোর দলকে ৪-৩ গোলে হারিয়ে কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেছে কোলচেস্টার। 

    কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে সবচেয়ে নিচু র‍্যাংকিংয়ের দল হিসেবে টিকে ছিল কোলচেস্টার। ম্যাচের শুরু থেকে অনুমেয়ভাবেই তাদের রক্ষণভাগকে চেপে ধরেন স্পার্স ফরোয়ার্ডরা। তবে ড্যালে আলি, লুকাস মৌউরারা জাল খুঁজে পাচ্ছিলেন না কিছুতেই। পুরো ৯০ মিনিটজুড়েই দুর্দান্ত সব সেভ করে কোলচেস্টারের আশা বাঁচিয়ে রাখেন গেরকেন। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবেই।  

    এ কী হলো! 

     

    টাইব্রেকারে টটেনহামের হয়ে প্রথম শট নিতে আসেন ক্রিশ্চিয়ান এরিকসেন। তার শট বাঁচিয়ে দেন গেরকেন। লুকাস মৌউরার শটও পোস্টে লেগে ফিরে আসে। শেষ শটে গোল করে কোলচেস্টারকে ঐতিহাসিক জয় এনে দেন টম ল্যাপসলি। ৪-৩ গোলের জয় নিয়েই পরের রাউন্ডে পৌঁছে গেলো কোলচেস্টার। দ্বিতীয় রাউন্ডেও ক্রিস্টাল প্যালেসকে টাইব্রেকারে হারিয়েছিল তারা। ৪৪ বছর ইংলিশ কাপের চতুর্থ রাউন্ডে উঠল কোলচেস্টার। 

     

     

    টটেনহাম হারলেও তৃতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। প্রেস্টনকে ৩-০ গোলে হারিয়েছে সিটি। সিটিজেনদের হয়ে গোল করেছেন রাহিম স্টার্লিং ও গ্যাব্রিয়েল হেসুস। তৃতীয় গোলটি হয়েছে আত্মঘাতী, করেছেন প্রেস্টনের রায়ান লেডসন। 

    গ্যাব্রিয়েল মার্টিনেলির জোড়া গোলে নটিংহাম ফরেস্টকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। বাকি তিন গোল এসেছে রব হোল্ডিং, জো উইললক ও রেইস নেলসনের পা থেকে।