• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আর্সেনালের কারণেই ইংল্যান্ডে আর কোচিং করাননি ওয়েঙ্গার

    আর্সেনালের কারণেই ইংল্যান্ডে আর কোচিং করাননি ওয়েঙ্গার    

    আর্সেনালের সাথে আর্সেন ওয়েঙ্গারের সম্পর্কটা ২২ বছরের। গত বছরের মে মাসে আর্সেনালের দায়িত্ব ছেড়েছিলেন ওয়েঙ্গার। এরপর আর কোনো ক্লাবের কোচ হিসেবে দেখা যায়নি তাঁকে। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েঙ্গার জানালেন, প্রস্তাব পেয়েও আর্সেনালের প্রতি তার ভালোবাসার কারণেই অন্য প্রিমিয়ার লিগের দলের কোচ হননি তিনি। 

    ওয়েঙ্গার জানিয়েছেন, আর্সেনালের দায়িত্ব ছাড়ার পর অনেক ইংলিশ ক্লাবের  কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি, ‘আমি সবার প্রথমে নিজেকে আর্সেনালের একজন ভাবি। এরপর আমি পেশাদার কোচ। আমি প্রিমিয়ার লিগে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আর্সেনালের সাথে আমি অনেক বেশি জড়িয়ে আছি। ইংল্যান্ডের কাজ করার অনেক সুযোগ এসেছিল, কিন্তু আমি সবগুলোই ফিরিয়ে দিয়েছিলাম।’

    কোন কোন ক্লাব ওয়েঙ্গারকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল, সেটা অবশ্য তিনি বলতে নারাজ, ‘আমি ওইসব ক্লাবের নাম বলব না। কারণ বর্তমানে ওসব ক্লাবের কোচ আছেন। তাদের প্রতি এটা অন্যায় করা হবে।’ 

    ফিফা থেকে নতুন দায়িত্ব পেতে পারেন ওয়েঙ্গার, এমন গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। ওয়েঙ্গার নিজেও জানালেন, দ্রুতই এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে, ‘বিশ্বের ফুটবলের উন্নয়নে তারা কাজ করে যাচ্ছে। এই ব্যাপারে আমি দ্রুতই সিদ্ধান্ত নেব। তারা এমন কাউকে চায় যাদের অনেক অভিজ্ঞতা আছে ও ফুটবল নিয়ে অনেক কিছু জানে।’