• লা লিগা
  • " />

     

    মেসির কাছে লা লিগাটাই বেশি গুরুত্বপূর্ণ

    মেসির কাছে লা লিগাটাই বেশি গুরুত্বপূর্ণ    

    শেষবার লিওনেল মেসি চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন চার বছর আগে। গত দুই মৌসুমের শুরুতেই মেসি বলেছেন, খুব করেই চ্যাম্পিয়নস লিগটা জিততে চাইছেন তিনি। গতকাল ষষ্ঠবারের মতো গোল্ডেন বুটের পুরস্কার নেওয়ার পর মেসি বলছেন, চ্যাম্পিয়নস লিগ জিততে চাইলেও তাঁর কাছে লা লিগাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 

    ২০১৫ সালে সবশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল বার্সা। এরপর আর ফাইনাল খেলা হয়নি কাতালানদের। আগের দুই মৌসুমে নকআউট পর্বের প্রথম লেগে অনেক এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে অবিশ্বাস্যভাবে রোমা ও লিভারপুলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে মেসিদের। 

    চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য মরিয়া হয়ে থাকলেও লা লিগাটাই মেসিদের প্রথম লক্ষ্য, ‘আমরা যদিও চ্যাম্পিয়নস লিগ নিয়ে অনেক বেশি আলোচনা করি, কিন্তু লিগ ও কাপের ব্যাপারটা ভুলে যাই না। চ্যাম্পিয়নস লিগ অবশ্যই বিশেষ কিছু। তবে আমাদের কাছে লা লিগাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিগ জিতলে সেটা চ্যাম্পিয়নস লিগ ও কাপের নকআউট পর্বে আপনাকে বাড়তি আত্মবিশ্বাস দেয়। আর বার্সাতে আমরা সবকিছুই জিততে চাই।’ 

    গোল্ডেন বুটের পুরস্কার নেওয়ার পর মেসি বিশেষ ধন্যবাদ দিয়েছেন তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ ও জর্ডি আলবাকে, ‘যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। লুইস ও আলবাও এখানে আছে। এই পুরস্কার পাওয়ার পেছনে তাদের দুইজনের অবদানই সবচেয়ে বেশি। সতীর্থদের ছাড়া আসলে কোনো পুরস্কারই পাওয়া সম্ভব না। তাই এটা শুধু আমার না, দলের সবার অর্জন।’