• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কিক অফের আগে : ইস্তাম্বুলে অপেক্ষা ফুরোবে রিয়ালের?

    কিক অফের আগে : ইস্তাম্বুলে অপেক্ষা ফুরোবে রিয়ালের?    

    কবে, কখন 
    গ্যালাতাসেরে-রিয়াল মাদ্রিদ
    চ্যাম্পিয়নস লিগ
    গ্রুপ 'এ'  
    রাত ১টা 

    প্রথম ম্যাচে নেইমার, এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপ্পে বিহীন পিএসজির কাছে ৩-০ গোলে অপদস্থ হয়ে শুরু, এরপর ঘরের মাঠে ক্লাব ব্রুজের কাছে হারতে হারতে ম্যাচ বাঁচানো- দুই ম্যাচ শেষেও চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে থাকতে হয়েছে জয়শুন্য। এবার প্রতিপক্ষ গ্যালাতাসারে। 

    ইস্তাম্বুলেই হবে এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। সেই ফাইনাল আপাতত অনেক দূরের পথ রিয়ালের জন্য। তুরস্কের চ্যাম্পিয়নদের হারাতে না পারলে ঝুলে যেতে পারে তাদের দ্বিতীয় পর্বে ওঠার পথটাই।

    লা লিগায় মৌসুমটা ভালোভাবে শুরু করলেও শেষ ম্যাচেই অপরাজিত থাকার রেকর্ডটাও হাতছাড়া হয়েছে জিনেদিন জিদানের দলের। মায়োর্কাতে হেরে রিয়াল শীর্ষস্থান ছেড়ে দিয়েছে বার্সেলোনাকে। গ্যালাতাসারেতে তাই যাচ্ছে আত্মবিশ্বাসের অভাবে ভুগতে থাকা রিয়ালও। 

    সমস্যা আছে আরও। লুকা মদ্রিচ, গ্যারেথ বেলদেরকেও এই ম্যাচে পাচ্ছেন না জিদান। তবে এডেন হ্যাজার্ড আগের ম্যাচ বিশ্রামে থাকার পর এবার ফিরছেন। গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাজার্ডের কাছে বড় প্রত্যাশাই থাকবে জিদানের। হ্যাজার্ডের জন্যও নিজেকে মেলে ধরার দারুণ সুযোগ। 

    রিয়ালের ভরসার জায়গা অবশ্য আরও আছে। ইস্তাম্বুলের বৈরি পরিবেশের কথা আলাদা করে মাথায় রাখতে হচ্ছে জিদানের দলকে। তবে গ্যালাতাসেরর চ্যাম্পিয়নস লিগ ফর্ম মোটেই সুবিধার নয়। শেষ সাত ম্যাচে কোনো জয় নেই তাদের। আর রিয়ালের বিপক্ষে পাঁচ দেখায় প্রতিবারই হেরেছে তারা। শেষ দুই ম্যাচে মোট ১০ গোল দিয়েছে রিয়াল তাদের বিপক্ষে। 


    গ্যালাতাসেরর সাম্প্রতিক রেকর্ডও তাদের পক্ষে নয়। ফাতিহ তেরিমের দল গেল সপ্তাহে প্রায় এক মাসের বিরতির পর প্রথম জয় পেয়েছে। লিগে তাদের অবস্থান চারে। চ্যাম্পিয়নস লিগে অবশ্য রিয়ালের মতোই তাদের এক পয়েন্ট। ক্লাব ব্রুজের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর পিএসজির কাছে নিজেদের মাঠে গ্যালাতাসারে হেরেছিল ১-০ ব্যবধানে।

    দলের খবর 
    চোটের সমস্যা আছে গ্যালাতাসারেতেও। দলের মূল স্ট্রাইকার র‍্যাদামেল ফ্যালকাও শেষ চার ম্যাচে মাঠে নামতে পারেননি। রিয়ালের বিপক্ষে সাবেক অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকারের খেলার সম্ভাবনাও কম। সেক্ষেত্রে ম্যাচের আগেই আরও পিছিয়ে যাচ্ছে গ্যালাতাসারে।  

    সম্ভাব্য একাদশ 
    গ্যালাতাসারে 

    মুসলেরা, মার্কাও, লুইন্দামা, ডঙ্ক, নাগাতোমো, সেরি, এনজঞ্জি, মারিয়ানো, বাবেল, আন্দোনে, বেলহান্দা 
    রিয়াল মাদ্রিদ 
    কোর্তোয়া, কারভাহাল, রামোস, ভারান, মেন্ডি, ক্রুস, কাসেমিরো, ভালভার্দে, ভিনিসিয়াস, বেনজেমা, হ্যাজার্ড  

    হেড টু হেড 
    স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে ১৭ দেখায় মাত্র একবার জিতেছে তুরস্কের ক্লাবটি। ১২ টি হার আর ৫টি ড্র।  

    প্রেডিকশন 
    গ্যালাতাসারে ০-১ রিয়াল মাদ্রিদ