• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    স্লাভিয়া প্রাগের বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় ভালভার্দে

    স্লাভিয়া প্রাগের বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় ভালভার্দে    

    নিজেদের প্রথম ম্যাচেই ইন্টার মিলানকে রুখে দিয়েছিল স্লাভিয়া প্রাগ। পরের ম্যাচে লড়াই করেও বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হারতে হয় তাদের। আজ স্লাভিয়া প্রাগের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে সংবাদ সম্মেলনে দলকে সতর্ক করে বললেন, স্লাভিয়ার মাঠে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে তাদের। 

    ইন্টারের সাথে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে সবাইকে চমকে দিয়েছিল স্লাভিয়া। সেই মাঠে বার্সাকেও সহজে জিততে দেবে না চেক রিপাবলিকের ক্লাবটি, মানছেন ভালভার্দে, ‘আমরা দারুণ এক প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। এবারের মৌসুমের প্রথম দুই ম্যাচে তারা নিজেদের শক্তি দেখিয়েছে। তারা আক্রমণাত্মক ফুটবল খেলতে ভালোবাসে। তারা কতটা ভয়ঙ্কর দল সেটা ইন্টারের ম্যাচেই সবাই দেখতে পেয়েছে। তারাই সেই ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছিল।’

    আজকের ম্যাচে বার্সাকে ফেভারিট মানতে নারাজ ভালভার্দে, ‘অনেকেই ভাবতে পারে আমরাই ফেভারিট। কিন্তু এটা ১১ জন বনাম ১১ জনের ম্যাচ। তাদের হারানোটা সহজ হবে না। আমাদের অনেক ভালো খেলতে হবে।’ 

    লা লিগার শেষ ম্যাচে এইবারকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সা। সেই ম্যাচে গোল পেয়েছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও আতোইন গ্রিজমান। সময়ের সাথে সাথে এই ত্রয়ীর মাঝে বোঝাপড়াটা আরও জোরদার হবে বলেই বিশ্বাস ভালভার্দের, ‘অন্য সবার মতো তাদের তিনজনের মাঝেও অনেক কথা হয়। পুরো ব্যাপারটাই আসলে বোঝাপড়ার। এটা একসাথে নিয়মিত খেললেই কেবল সম্ভব। তাদের মতো ফুটবলাররা এই বোঝাপড়ার ব্যাপারটা খুব দ্রুতই সেরে ফেলেন।’