অ্যাওয়ে ম্যাচে উন্নতি চান ক্লপ
টটেনহামকে হারিয়ে আগের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল লিভারপুল। তাদের ঐ স্বপ্নযাত্রার গল্পটা হয়তো এরকম নাও হতে পারতো। গ্রুপ পর্বের একদম শেষভাগে নকআউট পর্ব নিশ্চিত করেছিল ইউর্গেন ক্লপের দল। এবার সেরকম পরিস্থিতিতে পড়তে চান না ক্লপ। গেঙ্কের মাঠে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নামার আগে নিজের ফুটবলারদের ক্লপ বলছেন, অ্যাওয়ে ম্যাচে তাদের আরও বেশি উন্নতি করতে হবে।
গতবারের মতো এবারও অ্যাওয়ে ম্যাচে লিভারপুলের শুরুটা ভালো হয়নি। নাপোলির বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ২-০ গোলে হেরে এসেছে ক্লপের দল। পরের ম্যাচে অবশ্য ঘরের মাঠে সলজবুর্গকে হারিয়ে জয়ের ধারায় ফেরেন মোহামেদ সালাহরা।
নাপোলির মাঠে হারের পর বিষণ্ণ মুখে মাঠ ছাড়ছেন ক্লপ ও তাঁর শিষ্যরা
গত কয়েক মৌসুমের মতো এবার অ্যাওয়ে ম্যাচে আর বেশি খারাপ ফলাফল করতে রাজি নন ক্লপ, ‘গতবার আমরা খুবই ভাগ্যবান ছিলাম। গ্রুপ পর্বের লড়াইটা শেষদিন পর্যন্ত যেভাবে গিয়েছিল তাতে পরের রাউন্ডে ওঠা খুবই কষ্টকর ব্যাপার হয়ে পড়েছিল। আমরা তিনটি অ্যাওয়ে ম্যাচ হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠেছিলাম। কিন্তু এবারও তেমনটা হবে, সেটার নিশ্চয়তা আপনি দিতে পারবেন না।’
শুধু হোম ম্যাচের ওপরেই নির্ভর করে থাকতে চান না ক্লপ, 'আমরা শুধু ঘরের মাঠের ম্যাচের ওপর নির্ভর করতে পারি না। অ্যানফিল্ডে খেলাটা বরাবরই খুবই বিশেষ কিছু। তবে প্রতিপক্ষের মাঠেও আপনাকে জিততে হবে। আমরা ভালো খেললেও অনেকবার অ্যাওয়ে ম্যাচে জিততে পারিনি। এটা নিয়ে আরও কাজ করে যেতে হবে।'