• বাংলাদেশের পাকিস্তান সফর
  • " />

     

    এগিয়ে আসতে পারে জিম্বাবুয়ের বাংলাদেশ সফর

    এগিয়ে আসতে পারে জিম্বাবুয়ের বাংলাদেশ সফর    

    এগিয়ে আসতে পারে জিম্বাবুয়ের বাংলাদেশ সফর। এফটিপি অনুযায়ী ২০২০ সালের মার্চে ১ টেস্ট ও ৫টি টি-টোয়েন্টি খেলতে আসার কথা জিম্বাবুয়ের। তবে সেটি এগিয়ে হতে পারে ফেব্রুয়ারিতে। 

    জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের সঙ্গে সিরিজ দিয়ে ২০২০ সাল শুরু হওয়ার কথা বাংলাদেশ জাতীয় দলের। এফটিপিতে বাংলাদেশ ‘অ্যাওয়ে’ সফর এটি, তবে এ সফর নিয়ে এখনও আছে অনিশ্চয়তা। ৩টি টি-টোয়েন্টির সঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ২টি টেস্ট খেলার কথা আছে বাংলাদেশের। অবশ্য পিসিবির চাওয়া, বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট একসঙ্গে গিয়ে সেখানে খেলুক। আর বিসিবি বলছে, আগে টি-টোয়েন্টি সিরিজ খেলে পরে টেস্ট সিরিজের ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা। 

    পাকিস্তান সিরিজের পর দুটি টেস্ট খেলতে ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে সে সফর পিছিয়ে গেছে জুন-জুলাইয়ে। 

    পাকিস্তান সফরের পর তাই হওয়ার কথা জিম্বাবুয়ে সিরিজ, যেটি এগিয়ে আনতে চলছে আলোচনা। অবশ্য ঠিক কী কারণে এ সিরিজ এগিয়ে আনা হতে পারে, সেটি এখনও নিশ্চিত নয়।

    বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, “এখনও সূচি নির্ধারিত হয়নি। তবে এ নিয়ে আলোচনা চলছে।” 

    মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দুটি প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচও এ সিরিজ এগিয়ে আনার একটা কারণ হতে পারে। ১৮-২১ মার্চের মধ্যে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দুটি ম্যাচ আয়োজন করতে পারে বিসিবি।