• ইংলিশ লিগ কাপ
  • " />

     

    ম্যানচেস্টার ডার্বি জিতে ফাইনালে এক পা দিয়ে রাখল সিটি

    ম্যানচেস্টার ডার্বি জিতে ফাইনালে এক পা দিয়ে রাখল সিটি    

    ফুলটাইম
    ম্যানচেস্টার ইউনাইটেড ১-৩ ম্যানচেস্টার সিটি


    গত দুইবারই কারাবাও কাপের ফাইনাল খেলেছে ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালে প্রথম লেগের পর টানা তৃতীয়বারের মতো ফাইনালে অংশ নেওয়াটাও প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা। দাপুটে এক পারফরম্যান্সে পেপ গার্দিওলার দল ওল্ড ট্রাফোর্ডে জিতেছে। প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে যাওয়ার পর শেষে গিয়ে স্বান্তনার একটি গোল পেয়েছে ইউনাইটেড।



    শেষ ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের কাছে নাকানিচুবানি খাওয়ার পর এবার অবশ্য নিজেদের জাত নতুন করে চিনিয়েছে সিটি। ৪-৪-২ ফর্মেশনে আগুয়েরো-হেসুসবিহীন এক একাদশ নামিয়েছিলেন গার্দিওলা। সার্জিও আগুয়েরোকে মাঠে আর নামাননি গার্দিওলা, হেসুস নেমেছিলেন শেষ দশ মিনিটের জন্য। সিটি ম্যানেজারের দল নির্বাচন অবশ্য একবার ম্যাচ শুরু হওয়ার পর আর চমক মনে হয়নি। বের্নার্দো সিলভা, কেভিন ডি ব্রুইনরাই অদল-বদল করে খেলেছেন ফরোয়ার্ড হিসেবে।

    ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে গিয়েছিল সিটি। বক্সের বাইরে থেকে কোণাকুণি শটে দারুণ এক গোল করেন বের্নার্দো সিলভা। গোল করার পর সিটির দ্বিতীয় গোলেও অবদান রেখেছেন পর্তুগিজ মিডফিল্ডার। তার পাস ধরেই ৩৩ মিনিটে আবার ব্যবধান বাড়ান রিয়াদ মাহরেজ। কিছুক্ষণ পর তৃতীয় গোলটিও পেয়ে যায় সিটি। কেভিন ডি ব্রুইনার শট ডেভিড ডি গিয়া ঠেকিয়ে দিলেও, পরে ইউনাইটেড খেলোয়াড়ের গায়ে লেগে এবার আত্মঘাতী গোলও হজম করে ইউনাইটেড।

    সিটির জয়ের ব্যবধানটা প্রথমার্ধেই আরও বাড়তে পারত। ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের ওপর দিয়ে একরকম ছড়ি ঘুরিয়েছে সিটি। যদিও তিন গোলের লিড পাওয়ার পর সিটিও কিছুটা ঢিল দিয়েছিল আক্রমণভাগে। তবে এর পরও ক্লদিও ব্রাভোকে পরীক্ষায় ফেলার মতো তেমন কোনো আক্রমণও সাজাতে পারেনি ইউনাইটেড। মার্কোস র‍্যাশফোর্ডের শেষ গোলটির শুরুও সিটির বল পজেশন হারানো থেকে।

    শেষ ডার্বিতে দুইদলের সমর্থকদের ভেতর ঝামেলার কারণে এবার নিরাপত্তা নিয়ে কড়াকড়ি ছিল ওল্ড ট্রাফোর্ডে। মাত্র তিন হাজার সিটি সমর্থক এসেছিলেন ইউনাইটেডের মাঠে। সাম্প্রতিক সময়ে ওল্ড ট্রাফোর্ডে জেতা নিয়ম বানিয়ে ফেললেও সিটির নজরকাড়া পারফরম্যান্স সমর্থকদের তৃপ্তিই যোগানোর কথা। মাঠের বেশিরভাগ দর্শকই অবশ্য হতাশ হয়ে ফিরেছেন। দুইদলের মানের পার্থক্যটাই আসলে ফুটে উঠেছে লিগ কাপের এই ম্যাচে। চলতি মাসের ৩০ তারিখ ইতিহাদে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুইদল।