রক্ষণ নিয়ে সন্তুষ্ট, আপাতত গোল করার দিকেই মনোযোগ ডের
দলের রক্ষণ নিয়ে আপাতত খুব বেশি চিন্তা করছেন না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। বঙ্গবন্ধু গোল্ডকাপের আগে আপাতত আক্রমণভাগের ওপর বেশি জোর দিচ্ছেন বাংলাদেশ কোচ।
গত বছর ডিসেম্বরে এসএ গেমস শেষ করে নেপাল থেকেই নিজ দেশ ইংল্যান্ডে ফিরেছিলেন জেমি ডে। বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য বাংলাদেশের অনুশীলন ৮ জানুয়ারি শুরু হলেও ডে যোগ দিয়েছেন একদিন পর। এক মাস পর জাতীয় দলের ক্যাম্পে ফিরে কোচ কথা বলেছেন দলের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে।
"আমার মনে হয় রক্ষণে আমরা মোটামুটি সলিড। গোল করতে না পারাটাই আমাদের মূল সমস্যা। কীভাবে গোল করতে হবে, কীভাবে ভালো জায়গায় গিয়ে গোলের সুযোগ তৈরি করতে হবে- এসব নিয়ে আমাদের কাজ করতে হবে।"- বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দলের দ্বিতীয় দিনের অনুশীলন শেষে বলেছেন ডে।
অবশ্য গোলের সামনে বাংলাদেশ ফুটবলারদের হাহাকার দ্রুত ঘোচার কোনো আশা অবশ্য দেখাচ্ছেন ডে, "এই সমস্যাটা আসলে দ্রুত সমাধান হবে না। আপাতত আগামী ৪-৫ দিন আমাদের এসব নিয়েই কাজ করতে হবে।"
বঙ্গবন্ধু গোল্ডকাপে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কার সঙ্গে এক গ্রুপে পড়েছে বাংলাদেশ। আপাতত ডের লক্ষ্য গ্রুপ পর্ব পার হওয়া। সেজন্য গোলের কোনো বিকল্প দেখছেন না তিনি, "আমাদের লক্ষ্য আগে গ্রুপপর্ব পার করা, এরপর সেমিফাইনালে ভালো খেললে ফাইনালেও উঠব। বাংলাদেশের কেউ আমি বা আমার খেলোয়াড়দের চেয়ে বেশি উন্মুখ হয়ে নেই এই শিরোপাটা জেতার জন্য। আমরা আমাদের সেরাটাই দেব।"
সেরাটা দিতে পারা না পারার ভেতর আবার সংশয় আছে খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে। দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে ডের কোনো সংশয় নেই। তবে ক্লান্তিটা বাধা হয়ে দাঁড়াতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন তিনি, "ফেডারেশন কাপ শেষ হলো মাত্র, ফিটনেস তাই সমস্যা নয়। সমস্যাটা খেলোয়াড়দের ক্লান্তি।"
"ফেডারেশন কাপে যারা বেশি খেলেছে তাদের কিছুটা ক্লান্তি থাকবে। আবার আরিফ (আরিফুর রহমান), রাকিবরা (রাকিব হোসেন) খেলেনি তাই ওরা ফিট আছে। তপু দলে ফেরাটা আমাদের জন্য ভালো খবর। তবে লম্বা ইনজুরি থেকে ফিরে সেও অল্প কয়েকদিনে অনেকগুলো ম্যাচ খেলেছে। তাই আমাদের আলাদা করে ওর ব্যাপারে পর্যবেক্ষণ করতে হবে।"
অনুশীলনের দ্বিতীয় দিনে অবশ্য জ্বরের কারণে দলের সঙ্গে থাকতে পারেননি নাবিব নেওয়াজ জীবন। অধিনায়ক জামাল ভুঁইয়া যোগ দেবেন আগামীকাল। ১৫ জানুয়ারি ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপও।