• বিসিএল ২০২০
  • " />

     

    বিসিএল ২০২০ : কোন দলে কারা

    বিসিএল ২০২০ : কোন দলে কারা    

    ৮ম বাংলাদেশ ক্রিকেট লিগ, বিসিএলের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে, চূড়ান্ত হয়েছে চারটি দলের স্কোয়াডও। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই প্রথম শ্রেণির টুর্নামেন্টে এবার বিসিবির অধীনে আছে দুটি দল- নর্থ ও সাউথ জোন। 

    প্রতিটি দল ৬ জন করে ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেয়েছে, বাকিদের জন্য হয়েছে ড্রাফট। সাউথ জোন (১৯) ছাড়া প্রতিটি দলেই আছেন ২০ জন করে ক্রিকেটার।

    ৩১ জানুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। মিরপুর, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারে হবে খেলা, ২১-২৪ ফেব্রুয়ারি সিলেটে হবে ফাইনাল। 


    বিসিবি সাউথ জোন 

    আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন (১ম ও ৩য় রাউন্ড), এনামুল হক বিজয়, মাহেদি হাসান, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম (১ম ও ৩য় রাউন্ড)*, মাহমুদউল্লাহ, ফজলে মাহমুদ রাব্বি, ফরহাদ রেজা, শামসুর রহমান, আল-আমিন, নাসুম আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফীস, রবিউল হক, ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, রুয়েল মিয়া 


    ইসলামি ব্যাংক ইস্ট জোন 

    ইমরুল কায়েস (১ম রাউন্ডের পর), আবু জায়েদ রাহি (১ম এবং ৩য় রাউন্ড), আফিফ হোসেন, মুমিনুল হক (১ম এবং ৩য় রাউন্ড), নাঈম হাসান (১ম এবং ৩য় রাউন্ড), তামিম ইকবাল (১ম এবং ৩য় রাউন্ড)*, রুবেল হোসেন, ইয়াসির আলি রাব্বি, পিনাক ঘোষ, হাসান মাহমুদ, জাকির হাসান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, অমিত হাসান, রেজাউর রহমান, তানভির ইসলাম, ইমরান উজ জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরি, মোহাম্মদ আশরাফুল 


    ওয়ালটন সেন্ট্রাল জোন 

    সাইফ হাসান (১ম এবং ৩য় রাউন্ড), শুভাগত হোম, তাইবুর রহমান, নাজমুল হোসেন শান্ত, আরাফাত সানি, শহিদুল ইসলাম*, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকের আলি, নাজমুল ইসলাম, নাঈম শেখ, আব্দুল মাজিদ, ইরফান হোসেন, সোহরাওয়ার্দি শুভ, শরিফুল ইসলাম, আকবর আলি, মেহেদি হাসান মিরাজ 


    বিসিবি নর্থ জোন 

    আরিফুল হক, নাঈম ইসলাম, জুনাইদ সিদ্দিকি, মুশফিকুর রহিম (১ম রাউন্ডের পর), সানজামুল ইসলাম, এবাদত হোসেন (১ম এবং ৩য় রাউন্ড)*, রনি তালুকদার, সুমন খান, লিটন দাস, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, সনজিত সাহা, সালাউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম, তানভীর হায়দার, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলি, মুক্তার আলি


    *ধরে রাখা ক্রিকেটার