বিসিএল ২০২০ ফিক্সচার : কমছে ম্যাচসংখ্যা
২০১২-১৩ মৌসুমে চালু হওয়ার পর প্রথম তিনবার বাংলাদেশ ক্রিকেট লিগ, বিসিএল হয়েছিল তিন রাউন্ড করে। এরপরের চারবারই ম্যাচসংখ্যা বেড়ে করা হয়েছিল ছয় রাউন্ড করে, সঙ্গে ফাইনাল। বিসিএলের ম্যাচসংখ্য কমে আসছে এবার, ৮ম মৌসুমে এসে খেলা হবে আবারও তিন রাউন্ড, সঙ্গে ফাইনাল।
৩১ জানুয়ারি দুটি ভেন্যুতে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট, মোট খেলা হবে চারটি ভেন্যুতে। ২১-২৪ ফেব্রুয়ারি সিলেটে হবে ফাইনাল। সে সময়ে মিরপুরে চলবে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের টেস্ট।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হলেও চারটি দলের মাঝে দুটি দলই আছে এবার বিসিবির অধীনে। সাউথ জোনের স্পন্সর প্রাইম ব্যাংক এবার নিজেদের সরিয়ে নিয়েছে। সেন্ট্রাল জোনে ওয়ালটন, ইস্ট জোনে ইসলামি ব্যাংক অবশ্য আছে এবারও।
খেলা শুরুর মাত্র ৩ দিন আগে মিরপুরে হয়েছে এ টুর্নামেন্টের প্লেয়ারস ড্রাফট। জাতীয় দলের প্রায় সবাই আছেন এসব স্কোয়াডে, অবশ্য তাদেরকে পুরো টুর্নামেন্টে পাবে না দলগুলি।
একটি দল ছাড়া প্রতি স্কোয়াডে আছেন ২০ জন করে ক্রিকেটার।