• বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট
  • " />

     

    লালমনিরহাটে শহীদুলের ৭০ রানের পর ৫ উইকেট

    লালমনিরহাটে শহীদুলের ৭০ রানের পর ৫ উইকেট    

    প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে আজ দারুণ অলরাউন্ড পারফরম্যান্স করেছেন লালমনিরহাটের বর্ডার গার্ড পাবলিক স্কুলের শহীদুল ইসলাম। অপরাজিত ৭০ রানের সঙ্গে ২১ রানে নিয়েছেন ৫ উইকেট। এ ছাড়া আজকের দিনে মাগুরায় জয় পেয়েছে মাগুরা গভ হাই স্কুল। মৌলভীবাজার অঞ্চলে জয় পেয়েছে ভিক্টোরিয়া হাই স্কুল আর হবিগঞ্জ অঞ্চলে জয় পেয়েছে জেকে অ্যান্ড এইচকে হাই স্কুল।

    লালনিরহাটে বর্ডার গার্ড হাই স্কুল ব্যাট করতে নেমে ৫০ ওভারে তুলেছে ২৭০ রান। ৪০ বলে ৭০ রান করে অপরাজিত ছিলেন শহীদুল। পরে বল করতে নেমেও তার তোপে ৭৮ রানে অলআউট হয়ে গেছে গিয়াস উদ্দিন হাই স্কুল। বর্ডার গার্ড হাই স্কুল পেয়েছে ১৯২ রানের বড় জয়। ২১ রানে ৫ উইকেট নিয়েছেন শহীদুল।

    এ ছাড়া দিনের অন্যান্য ম্যাচে শুরতে ব্যাট করতে নেমে ৩৩.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় মাগুরা গভ হাই স্কুল। কিন্তু সেই রান তাড়া করতে নেমেই ৭২ রানে অলআউট হয়ে যায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। মাগুরা গভ হাই স্কুল পেয়েছে ৪৫ রানের জয়।

    মৌলভীবাজারে শুরুতে ব্যাট করতে নেমে কাশীনাথ হাই স্কুল অলআউট হয়ে যায় মাত্র ৫৬ রানে। জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া স্কুল, পেয়েছে ৮ উইকেটের জয়। হবিগঞ্জে হবিগঞ্জ হাই স্কুল ব্যাট করতে নেমে অলআউট হয়ে যায় ১০৫ রানে। ২ উইকেট হারিয়ে সেই রান টপকে গেছে জে অ্যান্ড কে হাইস্কুল, পেয়েছে ৮ উইকেটের জয়।