নওগাঁতে শুরু হয়েছে স্কুল ক্রিকেট
নওগাঁতে শুরু হয়েছে প্রাইম ব্যাংক প্রেজেন্টস বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের নওগাঁ জেলা পর্যায়ের প্রতিযোগিতা। আসরের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ হারুন অর রশিদ। উদ্বোধনী ম্যাচে সীমান্ত পাবলিক হাই স্কুলকে ১৩ রানে হারিয়েছে প্যারাগন হাই স্কুল।
ওদিকে সৈয়দ আতিকের ৫ উইকেট শিকারের দিনে ঠাকুরগাঁও সুগার মিলস হাই স্কুলকে ৫ উইকেটে হারিয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। কুষ্টিয়ায় শাহরিয়ারের ৫ উইকেটে কালেক্টরেট স্কুলকে ৫ উইকেটে হারিয়েছে জি.কে. হাই স্কুল।
পাবনায় মৌলানা কাসেম উদ্দিন স্মৃতি স্কুলকে ৪ উইকেটে হারিয়েছে জগির হোসেন একাডেমি। চট্টগ্রামে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলকে ৮ উইকেটে হারিয়েছে সিডিএ হাই স্কুল। ময়মনসিংহে এডওয়ার্ড স্কুলকে ৮১ রানে হারিয়েছে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলকে।