পাবনায় চ্যাম্পিয়ন জাগির হাসান একাডেমি, মেহেরপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়

প্রাইম ব্যাংক প্রেজেন্টস বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের পাবনা জেলায় শিরোপা জিতেছে জাগির হোসেন একাডেমি। বুধবার ফাইনালে আর.এম. একাডেমি স্কুল অ্যান্ড কলেজকে ৪ উইকেটে হারিয়েছে তারা। ৫২ রানের হার না মানা ইনিংস খেলে ফাইনাল সেরার পুরষ্কার জিতেছে জাগির হোসেন একাডেমির ওমর ফারুক।
শুরুতে ব্যাট করে: আর.এম একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ৪৯.৫ ওভারে অলআউট হয় ১৫৭ রানে। রিদওয়ান রহমান করে সর্বোচ্চ ৫১। আবিদ হোসেন নিয়েছে ২১ রানে ৪ উইকেট। জবাবে জাগির হোসেন একাডেমি ৩৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ওমর ফারুক অপরাজিত ছিল ৬৪ বলে ৫২ রান করে, সাব্বির আহমেদ করেছে ২৭।
মেহেরপুর জেলায় শিরোপা জিতেছে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বুধবার ফাইনালে জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুলকে ২৩ রানে হারিয়েছে তারা। ২৩ রানে ৩ উইকেট তুলে ফাইনাল সেরা'র পুরষ্কার পেয়েছে বিজয়ী দলের দাইয়ান। শুরুতে ব্যাট করতে নেমে : মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় অলআউট হয়ে যায় ১২১ রানে। হাসিবুল করেছে সর্বোচ্চ ৩৮। রাকিব ৩৪ রান দিয়ে নিয়েছে ৪ উইকেট। জবাবে জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অলআউট হয়ে গেছে ৯৮ রান করেই।
প্রিয় প্যাভিলিয়ন পাঠক,
কোভিড-১৯ মহামারি বিশ্বের আরও অনেক কিছুর মতো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্রীড়াঙ্গনকে। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন এক সংকটের মুখোমুখি হয়েছি আমরাও। প্যাভিলিয়নের নিয়মিত পাঠক এবং শুভানুধ্যায়ী হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে এসে দাঁড়ানোর। আপনার ছোট বা বড় যেকোনো রকম আর্থিক অনুদান আমাদের এই কঠিন সময়ে মূল্যবান অবদান রাখবে।
ধন্যবাদান্তে,
প্যাভিলিয়ন
- 0 মন্তব্য