• বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট
  • " />

     

    বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে আবারও বড় রান শাবান মাহমুদের ব্যাটে

    বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে আবারও বড় রান শাবান মাহমুদের ব্যাটে    

    প্রাইম ব্যাংক প্রেজেন্টস বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের ঠাকুরগাঁও পর্যায়ের খেলায় আজ ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ঠাকুরগাঁও রিভার ভিউ হাইস্কুল ৩ উইকেটে হারিয়েছে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাত্র ৬৫ রানে অলআউট হয়। ঠাকুরগাঁও রিভার ভিউ হাইস্কুলের শুশান্ত রায় মাত্র ২০ রানের বিনিময়ে তুলে নেন ৬ উইকেট। ৬৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৭ উইকেট হারালেও ১৭.৪ ওভারের বেশি প্রয়োজন হয়নি ঠাকুরগাঁও রিভার ভিউ হাইস্কুলের।

    বরগুনায় সহজ জয় পেয়েছে কেউরাবুনিয়া হাইস্কুল। ৭ উইকেটে হারিয়েছে গৌরীচ্ছন্ন হাইস্কুলকে। টসে জিতে প্রথমে ব্যাট করে ৫০ টি রান অতিরিক্তের খাতা থেকে পাওয়ার পরও গৌরীচ্ছন্ন হাইস্কুল করতে পারে মাত্র ১০৮ রান। কেউরাবুনিয়ার সোহান ৩৩ রানে নেন ৬ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে রাব্বির অপরাজিত ২৯ রানের সুবাদে মাত্র ২৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়।

    লালমনিরহাটে আবারও সেঞ্চুরি পেয়েছে শাবান মাহমুদ। স্কুল ক্রিকেটের এবারের টুর্নামেন্টে রানের ধারায় আছে সে। তার অনবদ্য ১২০ রানের সুবাদে টসে জিতে প্রথমে ব্যাট করে ২২৫ রান করে তার স্কুল চার্চ অফ গড হাইস্কুল। জবাবে আরিফ হোসেনের বোলিং তোপে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় কালেক্টরেট কলেজিয়েট স্কুল। ২৬ রানে ৬ উইকেট পেয়েছে আরিফ হোসেন। ১০২ রানের বড় জয় পেয়েছে চার্চ অফ গড হাইস্কুল।