• বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট
  • " />

     

    বরিশাল জেলা চ্যাম্পিয়ন চরবাড়িয়া স্কুল

    বরিশাল জেলা চ্যাম্পিয়ন চরবাড়িয়া স্কুল    

    প্রাইম ব্যাংক প্রেজেন্টস বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের বরিশাল জেলা চ্যাম্পিয়ন হয়েছে চরবাড়িয়া হাই স্কুল। ফাইনালে ৮৯ রানে হারিয়েছে টাউন হাই স্কুলকে। বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে চরবাড়িয়া স্কুল। ৪৮ দশমিক দুই ওভারে অলআউট হয়ে যায় ১৭০ রানে। ওপেনার অনিক সর্বোচ্চ ৭৩ রান করেন। টাউন স্কুলের অধিনায়ক আশরাফুল ৪ উইকেট নেন। জবাবে মিরাজুলের বোলিং তান্ডবে মাত্র ৮১ রানে অলআউট হয় টাউন হাই স্কুল। মিরাজুল চার ওভার দুই বলের স্পেলে নিয়েছেন পাঁচ উইকেট। ম্যাচ সেরাও চরবাড়িয়ার এই বোলার।খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম অজিয়র রহমান । জেলা চ্যাম্পিয়ন হিসেবে এখন বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়নশিপে খেলবে চরবাড়িয়া হাই স্কুল।