• বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ
  • " />

     

    জমকালো কনসার্ট দিয়ে শুরু বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের

    জমকালো কনসার্ট দিয়ে শুরু বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের    

     বর্ণাঢ়্য এক আয়োজনে শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ২০২০ সালের আয়োজন।  ১ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

    বিকেল ৫টায় এক অডিও ভিজুয়্যাল শো দিয়ে শুরু হবে অনুষ্ঠানের। গত আসরের সাফল্যমন্ডিত অনুষ্ঠান এক ঝলকে দেখানো হবে সেখানে। অনুষ্ঠানের প্রস্তাবক স্পেলবাউন্ড লিও বার্নেটের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সাদেকুল আরেফীনের অনুষ্ঠান বিষয়ে উপস্থাপনা দেবেন এরপর। বক্তব্য দেবেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফুইসার শাহ মাসুদ ইমাম,  হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্ট অধ্যাপক নিজামুল হক ভুইঁয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ও বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ সাংগঠনিক কমিটির সহ সভাপতি নাহিম রাজ্জাক এমপি, বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন। 

    এর মধ্যে থিম সং পরিবেশনার পর সন্ধ্যায় পারফর্ম করবেন সংগীতশিল্পী জেমস।