জমে উঠেছে ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস ও হ্যান্ডবল
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে আজ টেবিল টেনিসে ছেলে এবং মেয়েদের সিঙ্গেল এবং ডাবলসের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মেয়েদের সিঙ্গেলের প্রথম সেমিফাইনালে উত্তরা ইউনিভার্সিটি ৩-০ সেটে স্টেট ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। আর অপর সেমিফাইনালে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ৩-২ সেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেছে। ছেলেদের ডাবলসে প্রথম সেমিফাইনালে যশোর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ৩-০ সেটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে এবং অপর সেমিতে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ৩-২ সেটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। মেয়েদের ডাবলসের সেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ৩-০ সেটে সোনারগাঁ ইউনিভার্সিটিকে হারিয়েছে। টেবিল টেনিসে এদিন ছেলেদের সিঙ্গেলসের ম্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, বুয়েট, সোনারগাঁ ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় জয় পেয়েছে।
ফুটবলে আজ মেয়েদের প্রথম রাউন্ডের তিনটি ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ওয়াকওভার পেয়ে পরের পর্বে চলে গেছে। আর ছেলেদের প্রথম রাউন্ডের ম্যাচে বুয়েট ৭-০ গোলে হামদর্দ ইউনিভার্সিটিকে, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, নাটোর ১-০ গোলে পিপলস ইউনিভার্সিটিকে এবং ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ২-০ গোলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়েছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, সৈয়দপুরের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
ক্রিকেটে আজ ছেলেদের প্রথম রাউন্ডের দশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচগুলোতে জয় পেয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজি, ড্যাফোডিল ইউনিভার্সিটি,শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ইস্টার্ন ইউনিভার্সিটি, সোনারগাঁ ইউনিভার্সিটি, হামদর্দ ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর মেয়েদের একমাত্র ম্যাচে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ওয়াকওভার পেয়ে পরের রাউন্ডে উঠে গেছে।
ছেলেদের হ্যান্ডবলে আজ ওয়াকওভার পেয়ে প্রথম রাউন্ড পেরিয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয়, শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এবং এশিয়ান ইউনিভার্সিটি। আর দিনের অন্য ম্যাচে যশোর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ১৫-৯ গোলে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিকে হারিয়েছে।