• নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর
  • " />

     

    টেস্টে রেটিং হারালো বাংলাদেশ, র‍্যাঙ্কিংয়ে রাজত্ব ফিরে পেল অস্ট্রেলিয়া

    টেস্টে রেটিং হারালো বাংলাদেশ, র‍্যাঙ্কিংয়ে রাজত্ব ফিরে পেল অস্ট্রেলিয়া    

    আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে ৫ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি যথাক্রমে ১ ও ২ রেটিং পয়েন্ট বেড়েছে তাদের। শুক্রবার প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদের পর টেস্ট ও টি-টোয়েন্টির এক নম্বরে উঠে গেছে অস্ট্রেলিয়া। টেস্টের রাজত্ব ফিরে পেলো তারা আবার, টি-টোয়েন্টিতে শীর্ষে উঠলো প্রথমবার। ওয়ানডেতে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডই। টেস্টে ২০১৬ সালের পর ভারত পা হড়কালো, ২৭ মাস পর টি-টোয়েন্টির রাজত্ব হারালো পাকিস্তান। 

    টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৫৫, ঠিক ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের যেখানে ৭৯। দশে থাকা জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের ব্যবধান অবশ্য ৩৭ পয়েন্টের। এবারের বার্ষিক হালনাগাদে ২০১৬-১৭ মৌসুমের ফল বাদ পড়েছে নতুন মৌসুম যুক্ত হওয়ার সময়। আফগানিস্তানের রেটিং পয়েন্ট (৫৭) বাংলাদেশের চেয়ে বেশি, তবে র‍্যাঙ্কিংয়ে আসার মতো পর্যাপ্ত ম্যাচ খেলেনি এখনও তারা। 

    ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে দুইয়ে থাকা নিউজিল্যান্ডের ব্যবধান মাত্র ১, তিনে নেমে যাওয়া ভারতের পয়েন্ট ১১৪। ফলে ১ ও ৩ নম্বরের মাঝে ব্যবধান এখন মাত্র ২ রেটিং পয়েন্টের, ২০০৩ সালে টেস্ট র‍্যাঙ্কিং চালুর পর থেকে শীর্ষ তিন দলের মাঝে এর চেয়ে কম ব্যবধান আছে মাত্র ১টি। 

    ওয়ানডেতে শীর্ষ দশে রদবদল হয়নি কোনও, ২ রেটিং পয়েন্ট বাড়লেও ৮ নম্বরে থাকা শ্রীলঙ্কার (৮৫) সঙ্গে বাংলাদেশের (৮৮) ব্যবধান এখনও ৩ পয়েন্টের। ১০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে আছে পাকিস্তান। সবার ওপরে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১২৭, দুইয়ে থাকা ভারতের (১১৯) চেয়ে ৩ পয়েন্টের লিড বাড়িয়ে নিয়েছে তারা। 

    টি-টোয়েন্টিতে ৮ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং ২২৯, সমান রেটিং নিয়েও বাংলাদেশের পরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২ পয়েন্ট কমে যাওয়া শ্রীলঙ্কার (২৩০) সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখন ২ পয়েন্ট। ২৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, ১০ রেটিং পয়েন্ট হারিয়ে ৪ নম্বরে নেমে গেছে পাকিস্তান।