• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অক্টোবর থেকে আবার প্রিমিয়ার লিগে ফিরছে দর্শক?

    অক্টোবর থেকে আবার প্রিমিয়ার লিগে ফিরছে দর্শক?    

    গতেক মাস ধরেই ফাঁকা মাঠে খেলছেন পগবা-স্টার্লিংরা, আর সব লিগের মতো প্রিমিয়ার লিগও হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। তবে মাঠের প্রাণ ফিরতে খুব বেশি সময় লাগবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, অক্টোবর থেকে আবার দর্শক দেখা যাবে ইংলিশ লিগে।

    করোনা ভাইরাসের পর গত জুন থেকে শুরু হয়েছে আবার লিগ। তবে এখনও স্বাস্থ্যবিধি মেনে ফাঁকা মাঠে হচ্ছে খেলা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, সামনের আগস্ট থেকে মাঠে কীভাবে দর্শক ফেরানো যায় তার একটি পাইলট প্রজেক্ট নেবে সরকার। তারা আশা করছেন, অক্টোবর থেকে আবার মাঠে দর্শক ফেরানো সম্ভব। ফুটবল ছাড়াও ইংল্যান্ডে অন্যান্য খেলা যেমন এই মুহূর্তে ওল্ড ট্রাফোর্ড টেস্টও ফাঁকা মাঠে হচ্ছে। কয়েকদিন পরেই ইপিএলের এই মৌসুম শেষ হবে, সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা নতুন মৌসুম।

    ইতালির প্রধানমন্ত্রীও কিছুদিন আগে বলেছেন, সেপ্তেম্বর থেকে সীমিত পরিসরে দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া হতে পারে ঘরোয়া খেলাধূলায়। তবে স্পেনের স্বাস্থ্যমন্ত্রী কাল বলেছেন, সেপ্টেম্বর থেকে লা লিগায় দর্শকদের অনুমতি দেওয়ার সম্ভাবনা দেখেননা তিনি।