• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'চ্যাম্পিয়নস লিগ জিতলে এক হাজার লোককে পিৎজা বানিয়ে খাওয়াবো'

    'চ্যাম্পিয়নস লিগ জিতলে এক হাজার লোককে পিৎজা বানিয়ে খাওয়াবো'    

    প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে এসেই কোয়ার্টার ফাইনালে উঠেছে আটালান্টা। রাতে পিএসজিকে চমকে দিতে পারলে সেমিফাইনালও নিশ্চিত হয়ে যাবে। তবে ক্লাবটি প্রথমবার খেলতে আসলেও এই টুর্নামেন্টে খেলতে আসলেও কোয়ার্টার বা সেমিতেই থামতে চায় না, তাদের লক্ষ্য ইতিহাস গড়া। প্রথমবারেই বাজিমাত করা। চ্যাম্পিয়নস লিগের শিরোপা নিয়েই লিসবন থেকে বেরাগামোতে ফিরতে চায় আটালান্টা। দলটির মিডফিল্ডার মার্টেন ডে রুনের ‘পিৎজা পার্টি’-র প্রতিশ্রুতিতে দলটির সেই আকাঙ্ক্ষাই যেন ফুটে উঠছে।


    আটালান্টা যদি সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পারে, তাহলে বড়সড় এক ‘পিৎজা পার্টি’ দেওয়ার ঘোষণা দিয়েছেন আটালান্টার ডাচ মিডফিল্ডার ডে রুন। কয়েক মাস আগে এক ফ্যান তাকে জিজ্ঞেস করেছিলেন, আটালান্টা যদি ইতিহাস গড়েই ফেলে তাহলে কী করবেন তিনি। তখনই বেরাগামোর সেন্ট্রাল স্কয়ারে পার্টি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, যেখানে সবাই আমন্ত্রিত থাকবে।

    চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে বিশেষ সেই ‘পিৎজা পার্টি’-র প্রতিশ্রুতি রাখবেন বলে জানিয়েছেন ডে রুন, “আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে ১ হাজার লোককে পিজ্জা বানিয়ে খাওয়াব। তবে যদি হেরে যাই, তাহলে পরের বছর আবার চেষ্টা করব।”

    আটালান্টা কোচ জিয়ান পিয়েরো গাস্পেরিনির সঙ্গে তাল মিলিয়ে ডে রুন-ও বেরাগামোবাসীর জন্য ম্যাচটির মাহাত্ম্য তুলে ধরেছেন, “এই ম্যাচটি সবার জন্যই গুরুত্বপূর্ণ-- খেলোয়াড়, শহর, প্রদেশ এবং সর্বোপরি ইতালির জন্য ম্যাচটি অনেক মাহাত্ম্যপূর্ণ।”

    রাত ১ টায় পর্তুগালের লিসবনে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে আটালান্টা।