• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    সংখ্যায় সংখ্যায় : ৫০ বছরে ডাবল, নেইমারের মেসিকে মনে করিয়ে দেওয়া কীর্তি

    সংখ্যায় সংখ্যায় : ৫০ বছরে ডাবল, নেইমারের মেসিকে মনে করিয়ে দেওয়া কীর্তি    

    আটালান্টা-পিএসজি ম্যাচে রেকর্ডের পাল্লা ভারী পিএসজির দিকেই। নেইমার ছুঁয়েছেন লিওনেল মেসির রেকর্ড, আর নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছে পিএসজি।

    ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর ১৯৯৫ সালে প্রথম চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল খেলে পিএসজি, ২৫ বছরের রজত জয়ন্তীতে। তারও ঠিক ২৫ বছর পর দ্বিতীয়বারের মতো খেলল সেমিফাইনাল, ৫০ বছর উদযাপনের রজত জয়ন্তীতে এসে। কাত্রি মালিক আসার গত আট বছরে প্রথমবারের মতো শেষ চারে গেল প্যারিসের ক্লাবটি। 

    ৩৩

    ২০১৬ সালে ম্যান সিটির কাছে ১-০ গোলে হারের পর টানা ৩৩টি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গোল পেয়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে টানা গোলের এটি দ্বিতীয় সেরা রেকর্ড। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত রিয়াল মাদ্রিদ টানা ৩৪ ম্যাচে গোল পেয়েছিল। 

    পাঁচ মৌসুম আগেও সিরি আ তে ১৭তম হয়ে কোনোভাবে অবনমন বাঁচিয়েছিল আটালান্টা। তারা চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই উঠে গেছে কোয়ার্টার ফাইনালে।

    ১৪৯ 

    মার্কিনিয়োসের সমতাসূচক ও চুপো মটিংয়ের জয়সূচক গোলের মধ্যে সময়ের পার্থক্য ছিল কেবল ১৪৯ সেকেন্ড। 

    ১৬ 

    আজকের ম্যাচে নেইমারের মোট ড্রিবল সংখ্যা।.২০০৮ সালে সর্বশেষ লিওনেল মেসি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এক ম্যাচে এতগুলো ড্রিবল করেছিলেন।

    ২ 

    প্রথমার্ধে দুইটি পরিষ্কার সুযোগ কাজে লাগাতে পারেননি নেইমার, আগের ১১ ম্যাচ মিলেও দুইটি পরিষ্কার সুযোগ নষ্ট করেননি।