বার্সার ইতিহাসের আরো ৪ বড় পরাজয়কে মনে করিয়ে দিল বায়ার্ন-দুঃস্বপ্ন
জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে লিওনেল মেসিদের অসহায় আত্মসমর্পণ ইতিহাসের পাতায় উঠে গেছে। গত রাতে লিসবনে বার্সেলোনার অপমানের হার ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বাজে পাঁচ হারের তালিকায় ঢুঁকে গেছে। আধুনিক যুগে এতো বড় ব্যবধানের হার আর দেখেনি কাতালান ক্লাবটি। চলুন দেখে নেওয়া যাক বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে নির্মম পাঁচ হারের আখ্যান।
সেভিয়া ১১ - ১ বার্সেলোনা, লা লিগা (১৯৪০)
লা লিগায় সেদিন সেভিয়ার বিপক্ষে ম্যাচের শুরুটা কিন্তু ভালোই করেছিল বার্সেলোনা। ১০ মিনিটের মাথায় করে ম্যাচে এগিয়ে যায় কাতালানরা। ম্যাচের বাকি অংশে কী হতে যাচ্ছে, সেটা তখন ঘুণাক্ষরেও আঁচ করা সম্ভব ছিল না। ২৩ মিনিট থেকে ৮৩ মিনিট, পাক্কা আধ ঘণ্টা বার্সেলোনার ওপর দিয়ে স্টিমরোলার চালাল সেভিয়া। এই সময়ের মাঝে ১১ বার বল বার্সেলোনার জালে পাঠায় স্বাগতিকরা। কাতালান ক্লাবটির ইতিহাসে এটি যৌথভাবে সবচেয়ে বাজে হারের রেকর্ড।
রিয়াল মাদ্রিদ ১১ - ১ বার্সেলোনা, কোপা দেল রে (১৯৪৩)
১৯৪৩ সালের কোপা দেল রে-র সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ঘরের ৩-০ গোলে লস ব্লাঙ্কোসদের হারিয়ে দেয় কাতালানরা। কিন্তু দ্বিতীয় লেগে মাদ্রিদের মাঠে খেলতে গিয়েই ঘটে সর্বনাশ। ৩ গোলের লিড নিয়ে রিয়ালের মাঠে গিয়ে সেদিন ১১-১ গোলে হেরে যায় বার্সেলোনা। এল ক্লাসিকোর ইতিহাসেও এটিই এখনও পর্যন্ত সবচেয়ে বাজে হারের রেকর্ড।
সেভিয়া ৮ - ০ বার্সেলোনা, কোপা দেল রে (১৯৪৬)
সেভিয়ার বিপক্ষে ১৯৪০ সালে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে হারের মুখ দেখেছিল বার্সেলোনা। ১৯৪৬ সালে আবারও কাতালান ক্লাবটি কোপা দেল রে-র শেষ ষোলয় সেভিয়ার মুখোমুখি হয়। হারের ব্যবধ্যান কমলেও আরও একবার বার্সেলোনাকে ডুবিয়ে দেয় সেভিয়া। শেষ ষোলর প্রথম লেগে ঘরের মাঠে কাতালানদের ৮-০ গোলে উড়িয়ে দেয় তারা। দ্বিতীয় লেগে অবশ্য বার্সেলোনা ঘুরে দাঁড়িয়ে ১-০ গোলে জিতেছিল। তবে সেই ম্যাচের দুঃস্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় পাঁড় বার্সা সমর্থকদের।
রিয়াল মাদ্রিদ ৮ - ২ বার্সেলোনা, লা লিগা (১৯৩৫)
বায়ার্ন মিউনিখের বিপক্ষে বার্সেলোনা যে ব্যবধানে হেরেছে ঠিক একই ব্যবধানে ১৯৩৫ সালে লা লিগায় রিয়াল মাদ্রিদের কাছে হেরে গিয়েছিল তারা। পুরো ম্যাচজুড়েই সেদিন দাপট দেখিয়েছিল লস ব্লাঙ্কোসরা। সেই ম্যাচ ফার্নান্দো সানুদোর করা ৪ গোল এখনও পর্যন্ত এল ক্লাসিকোতে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড হিসেবে টিকে আছে। সানুদো ছাড়াও সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন জেইমে লাযকানো। আর ম্যাচে অপর গোলটি লুইস রেগুয়েরোর পা থেকে এসেছিল।
বায়ার্ন মিউনিখ ৮ - ২ বার্সেলোনা, চ্যাম্পিয়নস লিগ (২০২০)
গত ৭৪ বছরে এক ম্যাচে ৮ গোল হজম করেনি বার্সেলোনা। ইউরোপেও কখনও এত বড় ব্যবধানে হারেনি বার্সেলোনা। বার্সেলোনার ধুলো জমে যাওয়া লজ্জার রেকর্ডবুকগুলো গত রাতে আবার খুলল বায়ার্ন মিউনিখের কল্যাণে। ম্যাচের চতুর্থ মিনিটে টমাস মুলারের গোলে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। তবে এর মিনিট তিনেক পরেই যখন ডেভিড আলাবার আত্মঘাতী গোলে সমতায় ফিরে আসে বার্সেলোনা, তখনও রাতটির ঠিক রাতটির নির্মমতার আভাস পাওয়া যায়নি। তবে এরপর থেকে একমুখী আক্রমণ চলল, বার্সেলোনার বক্সে আসলেই যেন বল জালে ঢুকিয়ে দেয় জার্মানরা। শেষ পর্যন্ত ম্যাচের নির্ধারিত সময়ে বার্সেলোনাকে ৮ গোল দিয়ে ক্ষান্ত হন মুলার-লেভানডফস্কিরা।