• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ ছাড়াই যে সেমিফাইনাল

    প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ ছাড়াই যে সেমিফাইনাল    

    লিওঁর ম্যাচ শেষ হতেই কিলিয়ান এমবাপের টুইট, "ফার্মারস লিগ" সঙ্গে ক্ল্যাপিং ইমোজি। লিগ আঁ থেকে পিএসজি আগেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। তাদের সঙ্গে যোগ দিয়েছে লিঁও। জার্মানির পর ফ্রান্স থেকেও তাই দুই দল এবারের সেমিফাইনালে।

    গত ৮ মৌসুমে ৭ বারই লিগ আঁ জিতেছে পিএসজি। পয়েন্ট টেবিলের দ্বিতীয় হওয়া দলের মানের সঙ্গে পয়েন্ট ব্যবধানেও থাকে বিস্তর ফারাক। "কৃষকের লিগ" নামটা তাই জুটে গিয়েছিল লিগ আঁর সঙ্গে। সে কথা যে এমবাপের কান পর্যন্তও পৌঁছেছিল, তার টুইটে সেই প্রমাণই মিলেছে।


    এমবাপের অবশ্য নিজ দেশের ক্লাবের সাফল্যে আনন্দিত হওয়ার কথা। এই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে একসঙ্গে ফ্রান্সের দুই ক্লাব। সবশেষ ১৯৯২-৯৩ মৌসুমে ফ্রান্স থেকে অলিম্পিক মার্শেই জিতেছিল চ্যাম্পিয়নস লিগের শিরোপা।    

    প্রিমিয়ার লিগের শেষ প্রতিনিধি ছিল ম্যান সিটি। লিভারপুল, চেলসি, টটেনহাম দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আর কোনো ক্লাব ছাড়া চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল হতে যাচ্ছে ইতিহাসে প্রথমবারের মতো।

    বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনার হারের পর লা লিগার কোনো ক্লাব ছাড়া সেমিফাইনাল হচ্ছে ২০০৭ সালের পর প্রথমবারেরম মতো। সিরি আ থেকে শিরোপার দাবিদার হিসেবে একমাত্র জুভেন্টাসকেই ধরা হচ্ছিল। তারা দ্বিতীয় রাউন্ডে লিওঁর কাছে হেরে বাদ পড়ার পর কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে পিএসজির কাছে হারে ইতালির ক্লাব আটালান্টাও। একইভাবে কোয়ার্টার ফাইনালে স্পেনের দুই দলের ঘাতকও জার্মানির দুই ক্লাব।