• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    সংখ্যায় সংখ্যায়: বার্সাকে ছাড়িয়ে বায়ার্নের প্রথম, রোনালদোর আরও কাছে লেভানডফস্কি

    সংখ্যায় সংখ্যায়: বার্সাকে ছাড়িয়ে বায়ার্নের প্রথম, রোনালদোর আরও কাছে লেভানডফস্কি    

    লিঁওকে ৩-০ গোলে হারানোর পথে শুধু চ্যাম্পিয়নস লিগের ফাইনালেই ওঠেনি বায়ার্ন, রেকর্ডবুকে অনেক কিছুই লিখেছে নতুন করে। 

    ১০ 

    প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের প্রথম ১০ ম্যাচ জিতল বায়ার্ন। এর আগে ২০০২-০৩ মৌসুমে বার্সা জিতেছিল টানা ৯টি ম্যাচ।

    ১১

    ইউরোপিয়ান প্রতিযোগিতায় বায়ার্নের মোট ফাইনাল-সংখ্যা, ছুঁয়ে ফেলল এসি মিলানকে। শুধু রিয়াল মাদ্রিদেরই (১৬) এর চেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড আছে।

    ৯ 

    চ্যাম্পিয়নস লিগে টানা ৯ ম্যাচে গোল পেলেন রবার্ট লেভানডফস্কি। এই প্রতিযোগিতায় এর চেয়ে বেশি টানা গোল করার রেকর্ড আছে শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোর (১১ ম্যাচে), আর ৯ ম্যাচে করেছেন রুড ফন নিস্টলরয়ও। 

    ১৫ 

    রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে অন্তত ১৫ গোল করলেন লেভানডফস্কি। রোনালদো তিনবার এই কীর্তি গড়েছিলেন। ২০১৩-১৪ মৌসুমে তার ১৭ গোল এখনও এক মৌসুমে সর্বোচ্চ গোলের কীর্তি। সেটা ছাড়াতে ফাইনালে হ্যাটট্রিক করতে হবে লেভানডফস্কিকে।

    ১৫

    কোনো জার্মান ক্লাবের হয়ে লেভানডফস্কি ইউরোপিয়ান প্রতিযোগিতার এক মৌসুমে সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ডও ছুঁলেন। ১৯৯৫-৯৬ সালে ইয়ুর্গেন ক্লিন্সমান বায়ার্নের হয়ে করেছিলেন ১৫ গোল।

    মাত্র দ্বিতীয় জার্মান হিসেবে চ্যাম্পিয়নস লিগের সেমিতে জোড়া গোল পেলেন সার্জ জিন্যাব্রি। ২০১২-১৩ মৌসুমে বার্সেলোনার বিপক্ষে জোড়া গোল করেছিলেন জিন্যাব্রির বায়ার্ন সতীর্থ টমাস মুলার।

    ৪২

    চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে বায়ার্নের মোট গোল। এক মৌসুমে এর চেয়ে বেশি গোলের রেকর্ড আছে শুধু বার্সেলোনার। ১৯৯৯-০০ মৌসুমে ৪৫টি গোল করেছিল তারা।