• মেসির দলবদল
  • " />

     

    প্রিমিয়ার লিগে আসলে মেসির সপ্তম ব্যালন ডি'অর নিশ্চিত: রুনি

    প্রিমিয়ার লিগে আসলে মেসির সপ্তম ব্যালন ডি'অর নিশ্চিত: রুনি    

    প্রিমিয়ার লিগে আসলে লিওনেল মেসির ব্যালন ডি’অরের ঝুলি ভারী হতে পারে, এমনটা মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক ওয়েইন রুনি। ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজরা তাকে আরেকটি ব্যালন ডি’অর জিততে সাহায্য করতে পারবেন বলে মত তার।


    দীর্ঘ সময় ধরে নানা কারণে ন্যু ক্যাম্পে অতিষ্ঠ হয়ে ওঠার পর ২৫ আগস্ট বার্সেলোনা বরাবর ব্যুরোফ্যাক্স (প্রত্যয়িত পত্র) পাঠিয়েছেন মেসি। সেখানে তার চুক্তির ‘এক্সিট ক্লজ’ ব্যবহার করে ফ্রি-তে ক্লাব ছাড়তে চেয়েছেন তিনি। যদিও বার্সেলোনা সেই ক্লজের মেয়াদ ১০ জুন শেষ হয়ে গেছে বলে আগেই জানিয়েছে। আর তাই মেসিকে দলে টানতে আগ্রহী ক্লাবকে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ শোধ করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তারা।

    এদিকে মেসি ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পরই ইউরোপের শীর্ষ ক্লাবগুলো মেসিকে অনেকটা ঘিরে ধরেছে। আর মেসিকে পেপ গার্দিওলার সূত্রে মেসিকে পাওয়ার দৌড়ে ম্যান সিটি সবচেয়ে এগিয়ে আছে বলে জানা গেছে। এদিকে মেসির প্রতিনিধিরা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মেসিকে নিয়ে আলোচনা করেছে বলে জানিয়েছে মেট্রো।

    এমন অবস্থায় পরবর্তী গন্তব্য হিসেবে প্রিমিয়ার লিগকে বেছে নিতে মেসির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন রুনি, “সে প্রিমিয়ার লিগে যেই ম্যানচেস্টারের হয়েই আসুক না কেন সে শতভাগ বর্ষসেরা খেলোয়াড় হতে পারবে। ডি ব্রুইন, ফার্নান্দেজ এবং তাদের মতো খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারলে সে সপ্তম ব্যালন ডি’অর-ও জিতে নিতে পারে। আমি অবশ্য তাকে ইউনাইটেডই নিতাম।”

    টকস্পোর্টের সঙ্গে সাক্ষাৎকারে মেসিকে খেলতে দেখার অনুভূতি ব্যক্ত করেন রুনি, “মেসি সেই হাতেগোনা কয়েকজন ফুটবলারদের মাঝে একজন, যাদের খেলা দেখে আমি মুগ্ধ হয়েছি। মেসি এবং রোনালদোর মতো আর কেউ নেই। তারা যে স্ট্যান্ডার্ড তৈরি করেছে, সেটির আর কখনো পুনরাবৃত্তি হবে না।”

    “আমি জানি মেসির বয়স হচ্ছে, তবে তার মতো খেলোয়াড় এর আগে কখনো আসেনি। সে গোল করতে পারে, করাতে পারে, খেলা নিয়ন্ত্রণ করতে পারে এবং সে সর্বকালের সেরা ফুটবলার।”

    সাধারণত ত্রিশোর্ধ্ব ফুটবলারদের দলবদলের ভাবনার একটা অংশ জুড়ে থাকে যুক্তরাষ্ট্র। অনেক খ্যাতিমান ফুটবলারই ক্যারিয়ারের শেষ বছরগুলো এমএলএসে কাটিয়েছেন। খোদ রুনিও বেশ কয়েক বছর এমএলএসে ডিসি ইউনাইটেডের হয়ে খেলেছেন। তবে মেসিকে যুক্তরাষ্ট্রের কথা ভাবনাতেও আনতে নিষেধ করেছেন তিনি, “যুক্তরাষ্ট্রের কথা তার মাথায়ই আনা উচিৎ না। কারণ তার লেভেল এখনো এমএলএসের চেয়ে অনেক উঁচুতে।”