• মেসির দলবদল
  • " />

     

    ডি ইয়ং-ব্রাথওয়েট চান মেসি থাকুক, বাকিরা নীরব

    ডি ইয়ং-ব্রাথওয়েট চান মেসি থাকুক, বাকিরা নীরব    

    লিওনেল মেসি ক্লাব ছাড়ার ইচ্ছে জানিয়ে বার্সেলোনায় ব্যুরোফ্যাক্স (প্রত্যয়িত পত্র) পাঠানোর পর থেকে ক্লাব পর্যায়ে তো টালমাটাল অবস্থা চলছেই। সাবেক সতীর্থদের অনেকেই মেসির সিদ্ধান্তের পক্ষেই কথা বলেছেন। তবে বর্তমান সতীর্থদের মাঝে কেউ এতদিন এই বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে এবার তরুণ ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং এবং ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট চলমান সংকট নিয়ে মুখ খুলেছেন। তারা দুজনই চান, ক্লাব কিংবদন্তি মেসি বার্সেলোনাতেই থাকুক। তবে এই দুইজন বাদে মেসির অন্য সতীর্থরা এখনো নীরব।


    ২০২০-২১ মৌসুমের অনুশীলনে দলের অন্য সবার মতো মেসি যোগ না দিলেও ডি ইয়ং এখনো মেসিকে দলের অংশ হিসেবেই দেখছেন। ডি ইয়ং নিয়েও অবশ্য বার্সার অনুশীলনে যোগ দিতে পারেননি। ইউয়েফা নেশনস লিগে খেলতে এখন ডাচ জাতীয় দলের সঙ্গে রয়েছেন তিনি। সেখানেও তার কাছে প্রশ্ন ছিল সেই মেসিকেই নিয়েই। ডাচ মিডফিল্ডার অবশ্য আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাবে ফিরে মেসিকে আর পাবেন কী না সেই শঙ্কায় রয়েছেন, “আশা করি, আমি যখন ফিরে আসব, তখনো মেসি এখানেই থাকবে। তবে বিষয়টি আমার ওপর নির্ভর করছে না। আর আমি তার সঙ্গে এটা নিয়ে কথা বলার মতো কেউ নই। আমি নিশ্চিত, তার সঙ্গে এসব নিয়ে আজকাল অনেকেই কথা বলছে। তবে সে এখনো আমাদের গ্রুপ চ্যাটে আছে।”

    মার্টিন ব্রাথওয়েট কয়েকদিন আগে একটি গুজবের কবলে পড়েছিলেন। তিনি নাকি ক্লাবকে জানিয়েছেন, মেসি চলে গেলে যাতে ‘১০’ নম্বর জার্সিটি তাকে দেওয়া হয়। তবে ড্যানিশ পত্রিকা বিটি-র সঙ্গে সাক্ষাৎকারে এই গুজব উড়িয়ে দিয়েছেন তিনি, একইসঙ্গে মেসি বার্সাতে থাকবেন বলে আশা প্রকাশ করেছেন, “মানুষ আসলে কী ভাবে? আমি কখনো ক্লাবের কাছে গিয়ে মেসির জার্সি নম্বর চাইনি।”

    “আশা করি, মেসি ক্লাব ছাড়বে না। তবে আমি জানি না আসলে কি হচ্ছে। তাই যে বিষয় নিয়ে জানি না সেই বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না।”


    তবে মেসির ক্লাব ছাড়ার বিষয় নিয়ে ক্লাবে তার পুরনো সতীর্থ জেরার্ড পিকে, সার্জিও বুস্কেটসরা এখনো নীরব। মার্চে যখন করোনার কারণে বেতন-ভাতা কমানোর সময় ক্লাবের সঙ্গে খেলোয়াড়দের জটিলতা তৈরি হয়েছিল, তখনো মেসির সঙ্গে দিয়েছিলেন পিকেরা। বায়ার্নের সঙ্গে হারের পর ক্লাবে আশু পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন পিকে। এখন পর্যন্ত অবশ্য দলের সিনিয়র মেম্বাররা মেসির দলদবল নিয়ে কোনো মন্তব্য করেননি।