• লা লিগা
  • " />

     

    ৬০ ভাগ বার্সা সমর্থক একমত নন মেসির সিদ্ধান্তের সঙ্গে

    ৬০ ভাগ বার্সা সমর্থক একমত নন মেসির সিদ্ধান্তের সঙ্গে    

    দলবদলের নাটকের জন্য বার্সেলোনা ভক্তদের সমর্থন হারিয়েছেন লিওনেল মেসি? স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসের করা এক জরিপে তেমনটাই উঠে এসেছে। গত দশদিনে বার্সেলোনা এবং মেসির নাটকীয় দলবদলের গল্প শেষ হয়েছে মেসির বার্সেলোনায় থাকার ঘোষণার মধ্য দিয়ে। ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ এবং তার বোর্ডের ওপর সব ক্ষোভ উগড়ে দিয়ে মেসি অনেকটা যেন ইচ্ছার বিরুদ্ধেই বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন


    গত ২৫ আগস্ট বার্সেলোনায় মেসির ব্যুরোফ্যাক্স পাঠানো দিয়ে শুরু। এরপর বার্সেলোনা এবং মেসির মাঝে জলঘোলা হয়েছে অনেক। বিষয়টি আদালত পর্যন্তও গড়াতে পারত। তবে শৈশবের ক্লাব আদালত পর্যন্ত টেনে নিতে চাননি মেসি, তাই চুক্তির বাকি একবছর বার্সেলোনাতেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

    গোল.কমে মেসির সাক্ষাৎকার প্রকাশের পরই এএস একটি জরিপ করে। জরিপে বার্সেলোনা সমর্থকদের প্রশ্ন করা হয়, তারা মেসির ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন কি? জবাবে ৬১.৬ ভাগ ভোটদাতা মেসির সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেন আর ৩৮.৪ ভাগ লোক মেসির সঙ্গে একমত হন। এএসের এই জরিপে মোট ২৬ হাজার লোক অংশ নিয়েছিলেন।