• বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০
  • " />

     

    করোনাভাইরাস পজিটিভ হাবিবুল বাশার

    করোনাভাইরাস পজিটিভ হাবিবুল বাশার    

    করোনাভাইরাস কোভিড-১৯ পজিটিভ হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ সপ্তাহে জাতীয় দলের সেট-আপের তৃতীয় ব্যক্তি হিসেবে কোভিড-১৯ পজিটিভ হলেন তিনি, এর আগে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ ও টেস্ট অধিনায়ক মুমিনুল হক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। বাশার নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন, তবে পরিবারের অন্যদের ফল নেগেটিভ এসেছে, নিশ্চিত করেছে দৈনিক প্রথম আলো, বিডিনিউজটোয়েন্টিফরডটকম। 

    পাকিস্তান সুপার লিগ, পিএসএলের প্লে-অফে খেলতে যাওয়ার আগে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন মাহমুদউল্লাহ, ফলে সেখানে যেতে পারেননি তিনি। এরপর সস্ত্রীক পজিটিভ হয়েছেন মুমিনুল, এ দুজনেরই সামনের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও বৃহস্পতিবার হতে যাওয়া প্লেয়ারস ড্রাফটে আছে তাদের নাম। মাহমুদউল্লাহ আছেন এ ক্যাটাগরিতে, বি ক্যাটাগরিতে মুমিনুল। 

    মার্চে বাংলাদেশে কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার পর এতে আক্রান্ত হয়েছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, জাতীয় দলের সাবেক ওপেনার নাফীস ইকবাল, স্পিনার নাজমুল ইসলাম অপু। তাদের প্রত্যেকেই সেরে উঠেছেন। 

    বিসিবি প্রেসিডেন্টস কাপের আগে ক্যাম্প চলাকালিন সময়ে আক্রান্ত হয়েছিলেন পেসার আবু জায়েদ রাহি, ওপেনার সাইফ হাসান। তারাও সেরে উঠেছেন, দুজনই খেলেছেনও সে টুর্নামেন্টে। এছাড়া অ-১৯ দলের বেশ কয়েকজন আক্রান্ত হওয়ার পর স্থগিত করা হয়েছিল তাদের আবাসিক ক্যাম্প। 

    প্রেসিডেন্টস কাপের পর বিসিবি এবার করবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ, সেটিও আগের মতোই বায়ো-সিকিউর বলয়ে হওয়ার কথা। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে প্লেয়ারস ড্রাফটও হবে স্বাস্থ্যবিধি মেনে, সে কারণে সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়নি সংবাদমাধ্যমগুলিকেও।