নিরাপত্তাপ্রহরী নিয়ে অনুশীলনে সাকিব
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দেখা গেল অভিনব একটা দৃশ্য। পাশে একজন দেহরক্ষীকে নিয়ে অনুশীলনে ঢুকছেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের অনুশীলন শুরু হয়ে গেছে, সাকিবও শুরু করেছেন আগেই। তবে আজ মাঠে ঢুকেছেন সশস্ত্র প্রহরা নিয়ে।
বিসিবির পক্ষ থেকে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে সাকিবের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে আলাদা করে কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। বিদেশী কোচ বা খেলোয়াড়দের জন্য কয়েকজন রক্ষীকে নিয়োগ দিয়েছিল বিসিবি, তাদের একজনকেই দায়িত্ব দেওয়া হয়েছে সাকিবের জন্য। য়াজ খুলনার অনুশীলনে সাকিবের সঙ্গে যোগ দিয়েছেন করোনা ভাইরাস থেকে সেরে ওঠা মাহমুদউল্লাহও।
কলকাতায় পূজা উদ্বোধন নিয়ে সাকিবকে নিয়ে কদিন ধরেই চলছে বিতর্ক। এর মধ্যে লাইভে সাকিবকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার হয়েছেন একজন। এরপর সাকিব নিজেই সাম্প্রতিক দুইটি ইস্যুতে ক্ষমা চেয়ে নিজের অবস্থান জানিয়েছেন।