• বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০
  • " />

     

    ফুটবল খেলতে গিয়ে চোটে সাইফউদ্দিন

    ফুটবল খেলতে গিয়ে চোটে সাইফউদ্দিন    

    বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। টুর্নামেন্টের শুরুর ম্যাচে খেলতে পারবেন কিনা, সেটি নিশ্চিত নয়, টুর্নামেন্ট শুরুই হবে ২৪ নভেম্বর ঢাকার বিপক্ষে রাজশাহীর ম্যাচ দিয়ে। 

    সাইফউদ্দিনের চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীতে তার সতীর্থ মোহাম্মদ আশরাফুল, “ফুটবল খেলতে গিয়ে হালকা লাগলো। নিজে নিজেই পড়ে গেল।  তারপর তো অ্যাঙ্কেলে লাগলো মনে হয়।”


    অনুশীলনে ফুটবল খেলছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর ক্রিকেটাররা


    তবে সর্বশেষ আপডেটটা জানাতে পারেনননি তিনি, “আপডেটটা তো ভাই আমিও জানি না। আজকে লাগলো। আমরা ‘ক্লিয়ার’ জানি না।”

    তবে সাইফউদ্দিনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, এমন জানিয়েছেন রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার, “অনুশীলনের সময় সে অ্যাঙ্কেলে চোট পেয়েছে। সে এখন দলের ফিজিও ও বিসিবির মেডিকেল দলের পর্যবেক্ষণে আছে। বিসিবির মেডিকেল প্রোটোকল অনুযায়ী চিকিৎসা চলবে। তার অবস্থার পরবর্তী আপডেট আগামীকাল জানাতে পারবেন ফিজিও”, বিডিনিউজটোয়েন্টিফরডটকমকে বলেছেন তিনি। 

    মিনিস্টার রাজশাহীতে প্লেয়ারস ড্রাফটে সবার আগে সাইফউদ্দিন গিয়েছিলেন, ‘এ’ দলের কোনো ক্রিকেটার তারা নেয়নি। দলের অন্যতম ভরসা তিনি, এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সেটি বলেছেন। শেষ পর্যন্ত টুর্নামেন্টের ম্যাচ সাইফ মিস করলে রাজশাহীর জন্য সেটি হবে একটা বড় ধাক্কাই।

    বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফিক্সচার