• বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০
  • " />

     

    ছিটকে গেলেন শফিউল, বদলি খালেদ

    ছিটকে গেলেন শফিউল, বদলি খালেদ    

    বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেছেন জেমকন খুলনা পেসার শফিউল ইসলাম। পিঠের চোটের কারণে আর খেলতে পারবেন না তিনি, নিশ্চিত করেছে দলটি। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে খালেদ আহমেদকে। 

    টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে খেলেছিলেন শফিউল, প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে ২ উইকেট নিলেও রাজশাহীর বিপক্ষে পরের ম্যাচে ছিলেন উইকেটশূন্য।  

    বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র ড্রাফটে থাকা ক্রিকেটারদেরই দলে নেওয়া যাবে। এবং ‘চোট, অসুস্থতা, অনুপস্থিতি-সংক্রান্ত ব্যাপারে দলগুলি বদলি নেওয়ার আবেদন করতে পারবে। (তবে) বদলি ক্রিকেটারকে সেই ক্রিকেটারের সমান বা এর নিচের গ্রেডের হতে হবে’, প্লেয়ারস ড্রাফটের নিয়মে এমন বলেছিল বিসিবি। 

    বিবৃতিতে খুলনা বলেছে, কোভিড-১৯ টেস্টের জন্য অপেক্ষা করছেন খালেদ। প্রাথমিকভাবে শফিউল ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে, খালেদ ‘সি’-তে। 

    শফিউল ছাড়াও চোটের কারণে এ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের মুমিনুল হক। ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পাওয়া মুমিনুলের অস্ত্রোপচার লাগবে। তবে তার জায়গায় কাউকে এখনও নেয়নি চট্টগ্রাম।