ছিটকে গেলেন বরিশালের রাহি, বদলি সালাউদ্দিন শাকিল
টুর্নামেন্ট শেষ হয়ে গেছে ফরচুন বরিশাল পেসার আবু জায়েদ রাহির। মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ের মাংসপেশিতে চোট পান তিনি, পরে সেটিকে ‘গ্রেড ওয়ান টিয়ার’ বলেছে বরিশালের টিম ম্যানেজমেন্ট। অন্তত ২ সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি, তার বদলি হিসেবে বরিশাল নিয়েছে আরেক ডানহাতি পেসার সালাউদ্দিন শাকিলকে।
২২০ রান তাড়া করে রেকর্ড জয়ের ম্যাচের প্রথম ইনিংসে ৯ম ওভার করছিলেন রাহি, তখন পর্যন্ত বরিশালের হয়ে সেরা বোলারই ছিলেন তিনি। দ্বিতীয় বল করার সময় ডেলিভারি স্ট্রাইডে ঢোকার আগেই থমকে যান তিনি, বাঁ পা চেপে ধরে এরপর শুয়ে পড়েন। চোখেমুখে ব্যথার ভাব ছিল স্পষ্ট। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। শুরুতে তেমন গুরুতর কিছু বলা না হলেও রাহি আর ফেরেননি।
স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল আবু জায়েদ রাহিকে/বিসিবি
শ্রীলঙ্কা সফরের আগে বিসিবির প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া রাহি গত সেপ্টেম্বরে পজিটিভ হয়েছিলেন কোভিড-১৯-এ। করোনাভাইরাস থেকে সেরে উঠে অবশ্য খেলেছিলেন বিসিবি প্রেসিডেন্টস কাপেও। এরপর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্লেয়ারস ড্রাফটে ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন তিনি। বরিশালের হয়ে প্রথম ম্যাচ না খেললেও এরপর টানা ৫ ম্যাচেই নেমেছেন তিনি, নিয়েছেন ৩ উইকেট, ৪৪.৬৬ গড় ও ৭.৮০ ইকোনমিতে।
রাহির বদলি হিসেবে আসা শাকিল প্লেয়ারস ড্রাফটে ছিলেন ‘ডি’ গ্রেডে। এই বাঁহাতি পেসার এখন পর্যন্ত ক্যারিয়ারে খেলেছেন ৫টি টি-টোয়েন্টি ম্যাচ, শেষ ২০১৯ সালে বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলেছিলেন ১টি ম্যাচ।
টুর্নামেন্টে ৬ ম্যাচে ২ জয় নিয়ে সবার নিচে আছে বরিশাল। তবে তাদের সমান পয়েন্ট থাকা রাজশাহী খেলেছে একটি বেশি ম্যাচ। বরিশালের বাকি ২ ম্যাচে ১০ ও ১২ ডিসেম্বর, যথাক্রমে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গাজী গ্রুপ চট্টগ্রাম ও তিনে থাকা বেক্সিমকো ঢাকার বিপক্ষে।