শেষ ষোলতে বার্সেলোনার মুখোমুখি পিএসজি, রিয়ালের প্রতিপক্ষ আটালান্টা
বার্সেলোনা-পিএসজি চ্যাম্পিয়নস লিগে দেখা হয়েছে নিয়মিত। সর্বশেষ দেখাটা অবশ্য পরিচিত হয়েছিল ন্যু ক্যাম্প-মিরাকল নামে, তিন বছর আগে অবিশ্বাস্য এক ম্যাচে জিতেছিল বার্সা। আরও একবার দেখা হচ্ছে দু দলের। শেষ ষোলতে বার্সেলোনার মুখোমুখি পিএসজি, দেখা হচ্ছে মেসি-নেইমারের। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট আটালান্টা।
অন্য ম্যাচগুলোর মধ্যে আগ্রহ বেশি থাকতে পারে অ্যাটলেটিকো-চেলসি লড়াইয়ের ওপর। রোনালদোর জুভেন্টাসের প্রতিপক্ষ পোর্তো আর চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ খেলবে লাৎসিওর বিপক্ষে।
মনশেনগ্লাডবাখ- ম্যান সিটি
লাৎসিও- বায়ার্ন মিউনিখ
অ্যাটলেটিকো-চেলসি
লাইপজিগ- লিভারপুল
পোর্তো- জুভেন্টাস
বার্সেলোনা-পিএসজি
সেভিয়া- ডর্টমুন্ড
আটালান্টা- রিয়াল মাদ্রিদ
প্রিয় প্যাভিলিয়ন পাঠক,
কোভিড-১৯ মহামারি বিশ্বের আরও অনেক কিছুর মতো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্রীড়াঙ্গনকে। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন এক সংকটের মুখোমুখি হয়েছি আমরাও। প্যাভিলিয়নের নিয়মিত পাঠক এবং শুভানুধ্যায়ী হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে এসে দাঁড়ানোর। আপনার ছোট বা বড় যেকোনো রকম আর্থিক অনুদান আমাদের এই কঠিন সময়ে মূল্যবান অবদান রাখবে।
ধন্যবাদান্তে,
প্যাভিলিয়ন
- 0 মন্তব্য