উইলিয়ামসময় টেস্টে দুদিনেই আফগানদের গুঁড়িয়ে দিল জিম্বাবুয়ে
প্রথম টেস্ট, আবুধাবি
আফগানিস্তান ১ম ইনিংস ১৩১ (জাজাই ৩৭, মুজারাবানি ৪/৪৮, নিয়াউচি ৩/৩৪) ও ২য় ইনিংস ১৩৫ (জাদরান ৭৬, টিরিপানো ৩/২৫, নিয়াউচি ৩/৩০)
জিম্বাবুয়ে ১ম ইনিংস ২৫০ (উইলিয়ামস ১০৫, রাজা ৪৩, চাকাভা ৪৪, হামজা ৬/৭৫, জাহির ২/৮১) ও ২য় ইনিংস ১৭/০
জিম্বাবুয়ে ১০ উইকেটে জয়ী
দল যখন চাপে, তখন করেছেন দারুণ এক সেঞ্চুরি। সিকান্দার রাজা ও রেজিস চাকাভার সঙ্গে দুটি জুটি ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়। এরপর নিয়েছেন উইকেট, স্লিপে নিয়েছেন দারুণ এক ক্যাচও। আবুধাবিতে শন উইলিয়ামসময় এক টেস্ট ম্যাচে দুদিনের মাঝেই আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে, ১০ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেছে ২-০তে।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৩১ রান গুটিয়ে গেলেও আফগানিস্তান ম্যাচে ছিল ভালভাবেই, প্রথমদিনই জিম্বাবুয়ের ৩৮ রানে ৪ উইকেট চলেও গিয়েছিল। রাজার সঙ্গে এরপরই উইলিয়ামসের ৭১ রানের জুটি, রাজা ৪৩ রান করে ফিরলেও ছিলেন উইলিয়ামস। দ্বিতীয় দিন সকালেই ফিরেছিলেন আগেরদিন উইলিয়ামসের সঙ্গী রায়ান বার্ল, তবে জিম্বাবুয়ে অধিনায়ক থামেননি এরপরও। তাকে সঙ্গ দিয়েছেন চাকাভা। দুজন মিলে ৭ম উইকেটে যোগ করেছেন ৭৫ রান। লাঞ্চের আগেই ফিরেছেন চাকাভা, তবে উইলিয়ামস বিরতিতে গিয়েছিলেন ৯৭ রান নিয়ে। ১৬৯ বলে পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরি, যেটিতে ভর করে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে পেয়েছিল ১১৯ রানের লিড।
আফগানিস্তানের ২য় ইনিংসের গল্পটা একরৈখিক। একদিকে ইব্রাহিম জাদরান দাঁড়িয়ে ছিলেন, শেষদিকে এসে আমির হামজা ছাড়া সে অর্থে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেনই না ক্রিজে। জাদরান পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি, তবে এবারও সেঞ্চুরির আগেই থামতে হয়েছে তাকে।
প্রথম ইনিংসের মতো উইকেটের দেখা পেয়েছেন ব্লেসিং মুজারাবানি, সঙ্গে ভিক্টোর নিয়াউচি। আর শুরু ও শেষে এসে সফল হয়েছেন ডোনাল্ড টিরিপানো, শেষদিকে তো দাঁড়িয়ে গিয়েছিলেন হ্যাটট্রিকের সামনেই। ১৩১ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়া আফগানিস্তান এবার করেছে তার চেয়ে ৪ রান বেশি। মূলত প্রথম ইনিংসের ব্যাটিং-ব্যর্থতায় ছিটকে দিয়েছে আফগানদের। এরপর বোলিংয়ে সুযোগ তৈরি করতে পারলেও উইলিয়ামস-বাধা পেরুতে পারেনি রশিদবিহীন আফগানিস্তান।
১০ মার্চ থেকে একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।