ইউরোপা লিগ ড্র : তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল

ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনাল
প্রথম লেগ : ৮ এপ্রিল
দ্বিতীয় লেগ : ১৫ এপ্রিল
কোয়ার্টার ফাইনাল লাইন-আপ:
আর্সেনাল - সাভিয়া প্রাগ
ডায়নামো জারগেব - ভিলারিয়াল
আয়াক্স - রোমা
গ্রানাডা - ম্যানচেস্টার ইউনাইটেড
একই সাথে হয়ে গিয়েছে সেমিফাইনালের ড্র-ও। গ্রানাডা বনাম ইউনাইটেডের মধ্যকার জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে আয়াক্স-রোমার মধ্যকার বিজয়ী দলের। আর আর্সেনাল-সাভিয়া প্রাগের মধ্যকার জয়ী দল সেমিতে খেলবে জারগেব-ভিলারিয়ালের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে।
প্রিয় প্যাভিলিয়ন পাঠক,
কোভিড-১৯ মহামারি বিশ্বের আরও অনেক কিছুর মতো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্রীড়াঙ্গনকে। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন এক সংকটের মুখোমুখি হয়েছি আমরাও। প্যাভিলিয়নের নিয়মিত পাঠক এবং শুভানুধ্যায়ী হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে এসে দাঁড়ানোর। আপনার ছোট বা বড় যেকোনো রকম আর্থিক অনুদান আমাদের এই কঠিন সময়ে মূল্যবান অবদান রাখবে।
ধন্যবাদান্তে,
প্যাভিলিয়ন
- 0 মন্তব্য