• ইউরোপা লিগ
  • " />

     

    ইউরোপা লিগ ড্র : তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল

    ইউরোপা লিগ ড্র : তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল    

    ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনাল

    প্রথম লেগ : ৮ এপ্রিল

    দ্বিতীয় লেগ : ১৫ এপ্রিল


    কোয়ার্টার ফাইনাল লাইন-আপ:

    আর্সেনাল - সাভিয়া প্রাগ 

    ডায়নামো জারগেব - ভিলারিয়াল

    আয়াক্স - রোমা

    গ্রানাডা - ম্যানচেস্টার ইউনাইটেড


    একই সাথে হয়ে গিয়েছে সেমিফাইনালের ড্র-ও। গ্রানাডা বনাম ইউনাইটেডের মধ্যকার জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে আয়াক্স-রোমার মধ্যকার বিজয়ী দলের। আর আর্সেনাল-সাভিয়া প্রাগের মধ্যকার জয়ী দল সেমিতে খেলবে জারগেব-ভিলারিয়ালের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে।