• অন্যান্য
  • " />

     

    লকডাউনে পিছিয়ে গেল পাকিস্তান অ-১৯ দলের বাংলাদেশ সফর

    লকডাউনে পিছিয়ে গেল পাকিস্তান অ-১৯ দলের বাংলাদেশ সফর    

    বাংলাদেশে চলমান লকডাউনের কারণে পিছিয়ে গেছে পাকিস্তান অ-১৯ দলের বাংলাদেশ সফর। ১১ এপ্রিল আসার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী এখন ছয়দিন পর ১৭ এপ্রিল আসবে তারা। তবে সফরের ম্যাচসংখ্যা একই থাকবে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সরকারের দেওয়া এক প্রজ্ঞাপন অনুযায়ী, কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে চলছে সাতদিনের লকডাউন।

    “গত দুই দিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা নিরাপদ পরিবেশে (বায়ো-সিকিউর বলয়) থেকে এ সফরের বিকল্প সূচি বের করার কাজ করেছে”, বলেছে পিসিবি। ১১ এপ্রিল এসে তিনদিনের কোয়ারেন্টিন করার কথা ছিল পাকিস্তান অ-১৯ দলের, এর আগে এক বিবৃতিতে জানিয়েছিল বিসিবি।

    নতুন সূচি অনুযায়ী, ২৩ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সফরের একমাত্র চারদিনের ম্যাচ, এরপর সেখানেই হবে প্রথম তিন ওয়ানডে। মিরপুরে শেষ দুই ওয়ানডে দিয়ে সফর শেষ করবে পাকিস্তান অ-১৯ দল। এ সিরিজ দুই দলের জন্যই পরের বছর হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজে অ-১৯ বিশ্বকাপকে ঘিরে বড় সুযোগ বলে উল্লেখ করেছিল বিসিবি। গত বছর দক্ষিণ আফ্রিকায় অ-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।  

    কোভিড-১৯ বিরতির পর কোনো অ-১৯ দলের এটিই প্রথম আন্তর্জাতিক সফর হতে যাচ্ছে। এর আগে বাংলাদেশে খেলে গেছে আয়ারল্যান্ড উলভস, যেটিতে বেশ কয়েকবার আঘাত হেনেছিল করোনাভাইরাস। এখন বাংলাদেশ সফরে আছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং উইমেন দল। 

    সূচি 

    ২৩-২৬ এপ্রিল, চারদিনের ম্যাচ, সিলেট
    ৩০ এপ্রিল, ১ম যুব ওয়ানডে, সিলেট 
    ২ মে, ২য় যুব ওয়ানডে, সিলেট
    ৪ মে, ৩য় যুব ওয়ানডে, সিলেট
    ৭ মে, ৪র্থ যুব ওয়ানডে, মিরপুর
    ৯ মে, ৫ম যুব ওয়ানডে, মিরপুর