• অন্যান্য
  • " />

     

    পিএসএলে দল পেলেন সাকিব, মাহমুদউল্লাহ, লিটন

    পিএসএলে দল পেলেন সাকিব, মাহমুদউল্লাহ, লিটন    

    স্থগিত হয়ে যাওয়া পিএসএলের বদলি বা রিপ্লেসমেন্ট ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের তিনজন-- লাহোর কালান্দারসে সাকিব আল হাসান, মুলতান সুলতানসে মাহমুদউল্লাহ, করাচি কিংসে লিটন দাস। প্রথম দুজন ছিলেন প্লাটিনাম ক্যাটাগরিতে, লিটন ডায়মন্ড ক্যাটাগরিতে। 

    মোট ১৯ জন বিদেশী ক্রিকেটারকে নিয়েছে ছয়টি দল। দল পাওয়া তিনজনসহ মোট ৭ জন বাংলাদেশী ছিলেন এই ড্রাফটে। তবে অনলাইনে হওয়া এই ড্রাফটে কেউ আগ্রহ দেখায়নি গতবার লাহোর কালান্দারসের হয়ে খেলা তামিম ইকবালকে। পেশোয়ার জালমি, ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস নিজেদের স্কোয়াডে একটি করে জায়গা খালি রেখেছে, টুর্নামেন্ট শুরুর আগে বা মাঝপথে সেটি পূরণ করতে পারবে তারা। তবে সেটি হবে সিলভার ক্যাটাগরি থেকে, ফলে সুযোগ নেই তামিমের।

    বায়ো-সিকিউর বলয়ে কোভিড-১৯ কেস ধরা পড়ার কারণে ১৪ ম্যাচ হওয়ার পর স্থগিত হয়েছিল পিএসএলের এবারের আসর, যেখানে শুরুতে ছিলেন না বাংলাদেশ থেকে কেউ। সেটিই নতুন করে শুরু হবে ২ জুন থেকে, এবার যুক্তরাজ্যভিত্তিক একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে বায়ো-সিকিউর বলয় নিয়ন্ত্রণ করার জন্য। এবারের আসরের বাকি ম্যাচগুলির সবকটিই হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। ২৩ মে দলগুলি একত্রিত হওয়ার পর ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়ম রাখা হয়েছে, ২ জুন শুরু হওয়া টুর্নামেন্ট শেষ হবে ২০ জুনের ফাইনাল দিয়ে। 

    জাতীয় দলের ম্যাচ, নিজ দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের সূচিসহ বিভিন্ন কারণে বিদেশী ক্রিকেটারদের যারা খেলতে পারবেন না, তাদের বদলি বেছে নিতেই হয়েছে এই রিপ্লেসমেন্ট ড্রাফট। সাকিবকে লাহোর নিয়েছে রশিদ খানের বদলে, মুলতানে ক্রিস লিনের জায়গায় খেলবেন মাহমুদউল্লাহ, আর করাচি লিটনকে ডেকেছে জো ক্লার্কের বদলি হিসেবে। 

    সাকিব পিএসএলে শেষ খেলেছিলেন ২০১৬-১৭ মৌসুমে, পেশোয়ারের হয়ে। প্রথম মৌসুমে করাচি কিংসের হয়ে খেলা বাংলাদেশ অলরাউন্ডার এখন পর্যন্ত পিএসএলে ১৩ ম্যাচে ১৬.৩৬ গড়ে করেছেন ১৮০ রান, ৩০.৫০ গড়ে নিয়েছেন ৮ উইকেট। বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলছেন তিনি। 

    মাহমুদউল্লাহর জন্যও এটি হবে পিএসএলের তৃতীয় মৌসুম। ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মৌসুম- দুবারই তিনি খেলেছিলেন কোয়েটার হয়ে, ৯ ম্যাচে ২৩.৬৬ গড়ে যেখানে তিনি করেছেন ৭১ রান, ১৭.১২ গড়ে নিয়েছেন ৮ উইকেট। গত মৌসুমেও কোভিড-১৯ মহামারি প্রথমবার আঘাত করার পর স্থগিত হয়ে যাওয়া প্লে-অফে পরে তামিমের সঙ্গে যাওয়ার কথা ছিল তার, তবে নিজে কোভিড-১৯ পজিটিভ হওয়াতে শেষ পর্যন্ত খেলতে পারেননি। এবারও সেই মুলতানেই খেলবেন তিনি। 

    সাকিব-মাহমুদউল্লাহর জন্য পিএসএল অভিজ্ঞতা পুরোনো হলেও এবারই প্রথমবার ডাক পেলেন লিটন। এই উইকেটকিপার-ব্যাটসম্যানের জন্য এটি হতে যাচ্ছে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজভিত্তিক লিগ, ২০১৮-১৯ মৌসুমে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছিলেন তিনি।