• শ্রীলঙ্কার বাংলাদেশ সফর ২০২১
  • " />

     

    কোভিড-১৯ পজিটিভ খালেদ মাহমুদ সুজন

    কোভিড-১৯ পজিটিভ খালেদ মাহমুদ সুজন    

    কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তবে এই মুহুর্তে ভাল অনুভব করছেন তিনি, বিসিবির মিডিয়া বিভাগের মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন তিনি। 

    শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টিম ডিরেক্টর হিসেবে গিয়েছিলেন সুজন, দেশের মাটিতে ওয়ানডে সিরিজেও একই দায়িত্ব পালন করার কথা ছিল তার। তবে ঈদের বিরতির পর দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি তিনি, যদিও শ্রীলঙ্কা সফর থেকে ফিরে টেস্টে নেগেটিভ এসেছিল তার। 

    “বিসিবি ডিরেক্টর ও গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ যেসব সংবাদমাধ্যমের সদস্য তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন”, এক বিবৃতিতে বলেছে বিসিবি। “তিনি ভাল আছেন, তার দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।” 

    বায়ো-সিকিউর বলয়ে থেকে ২৩ মে থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা-বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

    এদিকে ৩১ মে থেকে শুরু হওয়ার কথা আছে ঢাকা প্রিমিয়ার লিগ, সেটিও হতে পারে বায়ো-সিকিউর বলয়ে থেকেই। সেখানেও আবাহনীর হেড কোচের পদে আছেন সুজন।